ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দুই ১০ নম্বরের দ্বৈরথ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
দুই ১০ নম্বরের দ্বৈরথ

ঢাকা: শুক্রবার দিনগত রাত দু’টোর সময় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া। ফুটবল বিশেষজ্ঞরা অবশ্য এ লড়াইকে ‘মহারণ’ আখ্যা দিয়েছেন।

তাদের ধারণা, মূল লড়াইটা হবে উভয় দলের ১০ নম্বর জার্সিধারী নেইমার ও রদ্রিগেজের মধ্যে।

ম্যাচে ব্রাজিল সম্ভবত খেলতে পারে ৪-২-৩-১ ছকে। সেক্ষেত্রে তাদের সম্ভাব্য দল হতে পারে- সিজার, আলভেজ, সিলভা, লুই, মার্সেলো, ফার্নান্দিনহো, গুস্তাভো, হাল্ক, অস্কার, নেইমার ও ফ্রেড।

অন্যদিকে কলম্বিয়া সম্ভবত খেলতে পারে ৪-৪-২ ছকে। তাদের সম্ভাব্য দল- ওস্পানিয়া, জুনিগা, জাপাতা, জেপেস, আর্মেরো, চুয়াদ্রাদো, ‍অ্যাগুইলার, সানচেজ, রদ্রিগেজ, গুতিরেজ ও মার্টিনেজ।

এস্তাদিও কাস্তেলাও স্টেডিয়ামের ই ম্যাচে রেফারি হিসেবে থাকবেন স্পেনের কার্লোস ভেলাস্কো চারবাল্লো।

দলের খবর:

দুই হলুদ কার্ডে মধ্যমাঠের রক্ষণাত্মক সেনানী লুই গুস্তাভোর নিষেধাজ্ঞার ফলে স্বাগতিক ব্রাজিলকে তার বিকল্প ভাবতে হবে। প্রশিক্ষণে কোচ লুইস ফেলিপ স্কলারি আভাস দিয়েছিলেন, তার জায়গায় খেলতে পারেন টটেনহ্যাম হটস্পার মিডফিল্ডার পউলিনহো। আপাতত স্কলারি গোল খরায় ভুগতে থাকা ফ্রেডেই আস্থা রাখছেন বলে আভাস।

শেষ ষোলোয় চিলির বিপক্ষে নাটকীয় ম্যাচ জয়ের পর হাঁটু ও উরুর সমস্যায় ভোগা নেইমার এখন যথেষ্ট সুস্থ।
এদিকে কলম্বিয়া দলে তেমন কোনো সমস্যা নেই এবং শেষ ষোলয় উরুগুয়ের বিপক্ষে জয় পাওয়া একাদশ নিয়েই নামতে পারে তারা।

ম্যাচ নোট:

২০০ মিলিয়ন ব্রাজিলিয়ানসহ সারা বিশ্বের কোটি ভক্তের চাওয়া দক্ষিণ আমেরিকান লড়াইয়ে সেলেকাওরা জিতুক। কলম্বিয়ার বিপক্ষে এ লড়াই জিতলে সেমি ফাইনালে তাদের দেখা হবে জার্মানি বা ফ্রান্সের সাথে।

শেষ ম্যাচে চিলির বিপক্ষে ৩-২ গোলে শ্বাসরুদ্ধকর পেনাল্টিপর্ব জয়ের পর ব্রাজিল শিবিরে মনোবিদ ডেকেছিলেন স্কলারি। খেলোয়াড়দের মানসিক অবস্থার উন্নতির জন্য ব্রাজিল কোচ এ ব্যবস্থা নেন।

কলম্বিয়াও ম্যাচ জিততে যথেষ্ট আত্মবিশ্বাসী। সেক্ষেত্রে তাদের মূল ভরসা এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা (৫ গোল) রদ্রিগেজ। বিশেষজ্ঞদের মত, খেলায় মূল পার্থক্য গড়ে দেবে দুই দলের প্রাণভোমরা নেইমার ও রদিগ্রেজ।

তবে বিখ্যাত ফুটবল বিশ্লেষক জন লে’র অনুমান ম্যাচটি ২-১ গোলে ‍জিতবে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুন ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।