ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফ্লু আক্রান্তদের নিয়ে চিন্তিত জার্মান শিবির

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
ফ্লু আক্রান্তদের নিয়ে চিন্তিত জার্মান শিবির

ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল জার্মানি। কারণ তাদের ২৩ জনের দলের ৭ জনই ফ্লু আক্রান্ত।

তবে কে কে ফ্লু আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করেননি কোচ জোয়াকিম লো।

এর আগে অসুস্থতার কারণে আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারেনি ম্যাটস হ্যামলস ও ক্রিস্টোফার ক্র্যামার। নতুন করে ৭ জন অসুস্থতার খবরে চিন্তিত পুরো জার্মানি।

কোচ ভাইরাসে আক্রান্তদের অবস্থা গুরুতর গুরুতর নয় বলে দাবি করেন। তিনি বলেন, আহতদের নিয়ে আমি কোনো ধরনের নাটক করব না। দ্রুতই সবাই সুস্থ সেরে উঠবে বলে আশা রাখি।

লো বলেন, ভিন্ন পরিবেশ, ভ্রমণ, অত্যধিক তাপমাত্রা, হঠাৎ অতিরিক্ত বৃষ্টিপাত খেলোয়াড়দের অসুস্থতার মূল কারণ।

জার্মান রেডিও এআরডি’কে দেওয়া এক সাক্ষাতকারে লো আরো বলেন, আক্রান্তদের সবারই কণ্ঠনালীতে ব্যথা। তাই চূড়ান্ত লাইন আপ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।