ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলিয়ানরাই শুধু ফুটবলের জাদুকর নয়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
ব্রাজিলিয়ানরাই শুধু ফুটবলের জাদুকর নয়

ঢাকা: ব্রাজিলিয়ানরাই শুধু ফুটবলের জাদুকর নয় বলে মন্তব্য করেছেন জার্মান খেলোয়াড় বাস্টেইন শোয়ানেস্টাইগার।

শোয়ানেস্টাইগার বলেন, আমরা সবাই স্বাস্থ্য ঠিক রাখতে কঠোর পরিশ্রম করছি।

কিন্তু সেদিন ব্রাজিলের করা ফাউল মাত্রা ছাড়িয়েছে।

একই প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ব্রাজিলিয়ানরাই শুধু ফুটবলের জাদুকর নয়। কঠোর ট্যাকলিং তাদের খেলার একটি অংশ। আমাদের সতর্ক হতে হবে। একইসঙ্গে রেফারিকেও।


জার্মান মিডফিল্ড‍ার শোয়ানেস্টাইগার নেইমার সম্পর্কে বলেছেন, আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত যে নেইমার খেলতে পারবেন না। তিনি একজন দারুণ খেলোয়াড়। এখন তার দল তার জন্যই বিশ্বকাপ জিততে চাইবে। আর এটা আমাদের জন্য খুব সুখকর হবে না।

কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে ব্রাজিলের করা রেকর্ড ফাউল নিয়ে উদ্বিগ্ন তিনি। ওই ম্যাচে ৫৪ ফাইলের মধ্যে ব্রাজিলিয়ানরা করেন ৩১টি।

ফ্লু আক্রান্ত হয়ে এমনিতেই বিপাকে রয়েছেন জার্মান খেলোয়াড়রা। এরইমধ্যে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিলের সঙ্গে সেমিফাইনালে তাদের হাইভোল্টেজ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।