ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সুয়ারেজের মুখোমুখি হতে তর সইছে না নেইমারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
সুয়ারেজের মুখোমুখি হতে তর সইছে না নেইমারের ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন নেইমার। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ নেইমার-সুয়ারেজকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে।



শনিবার (২৬ মার্চ) নিজেদের মাঠে উরুগুইয়ানদের আতিথ্য দেবে সেলেকাওরা। বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। সবশেষ পাঁচবারের দেখায় একটি হারের বিপরীতে চার ম্যাচেই জয় পায় ব্রাজিল।

এটি সুয়ারেজের প্রত্যাবর্তনের ম্যাচও বটে। ৯ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন বার্সেলোনা স্ট্রাইকার। দু’বছর আগে ব্রাজিল বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও চিয়েলিনিকে কামড় দিয়ে কঠোর শাস্তির আওতায় পড়েন উরুগুইয়ান তারকা। ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে চার মাসের জন্য সব ধরনের ফুটবলীয় কর্মকান্ড থেকেও নিষিদ্ধ করেছিল ফিফা।

সুয়ারেজের প্রত্যাবর্তন উরুগুয়ে শিবিরে যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। তবে ক্লাব সতীর্থের মুখোমুখি হতে নেইমারের যেন তর সইছে না, ‘এটা একটা গ্রেট গেম হবে। যারা ফুটবল খেলা দেখে উপভোগ করেন তাদের জন্য এটি হবে অসাধারণ প্রদর্শনী। আমি আমার বন্ধু সুয়ারেজের ‍মুখোমুখি হবো, যে কিনা একজন গ্রেট খেলোয়াড়। আমি জেতার ব্যাপারে আশাবাদী। ’

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে দু’দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। নিজেদের আগের ম্যাচেই চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় উরুগুয়ে। একই ব্যবধানে পেরুকে হারায় ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। সমান ম্যাচে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের সংগ্রহ দুই জয়, এক ড্র ও এক হারে ৭। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্টে শীর্ষে ইকুয়েডর।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।