ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

ফুটবল

রোনালদিনহোর শেষ গন্তব্য চীন বা যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
রোনালদিনহোর শেষ গন্তব্য চীন বা যুক্তরাষ্ট্র রোনালদিনহো

ঢাকা: মেজর লিগ সকার (এমএলএস) অথবা চাইনিজ সুপার লিগে যোগ দিতে পারেন দু’বারের সাবেক ফিফা বর্ষসেরা রোনালদিনহো। ব্রাজিলিয়ান তারকার ভাই ও এজেন্ট রবার্তো ডি আসিস মোরেইরা এমন ইঙ্গিতই দিয়েছেন।



জানা যায়, ফুটবল ক্যারিয়ারের শেষ গন্তব্য হিসেবে চীন বা যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন রোনালদিনহো। সবশেষ গত বছরের সেপ্টেম্বরে ফ্লুমিনেন্স ছাড়ার পর থেকেই ক্লাববিহীন সময় কাটাচ্ছেন ৩৬ বছর বয়সী এ কিংবদন্তি মিডফিল্ডার।

কিন্তু এখন যুক্তরাষ্ট্রের এমএলএস বা চাইনিজ সুপার লিগ বেছে নিতে পারেন ২০০২ বিশ্বকাপ জয়ী। ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে সাবেক বার্সেলোনা তারকার শেষ ক্লাব অধ্যায়।

রোনালদিনহোর এজেন্ট রবার্তো আসিস তো সেরকম আভাসই দিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তার (রোনালদিনহো) সম্ভাব্য গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার অথবা চাইনিজ সুপার লিগ। ’

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।