ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা দলে জায়গা হারাচ্ছেন আগুয়েরো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আর্জেন্টিনা দলে জায়গা হারাচ্ছেন আগুয়েরো! ছবি: সংগৃহীত

ঢাকা: চিলির বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে ম্যানসিটি তারকা সার্জিও আগুয়েরোর প্রভাব ছিল সামান্যই! এবার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। গুঞ্জন উঠছে, এ ম্যাচটিতে শুরুর একাদশের বাইরে থাকবেন আগুয়েরো।



আর্জেন্টাইন দৈনিক ‘লা ন্যাসিওন’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। চিলির বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি ম্যানসিটি তারকা আগুয়েরো। ওই ম্যাচটিতে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে তার বদলি হিসেবে মাঠে নামেন গঞ্জালো হিগুয়েইন।

সূত্রমতে, বলিভিয়া ম্যাচ আগুয়েরোর জায়গায় হিগুয়েইনকে শুরুর একাদশে রাখতে পারেন কোচ জেরার্ডো মার্টিনো। মার্টিন দেমিচেলিসের জন্যও আছে সুখবর। আগের ম্যাচে দর্শক ভূমিকায় থাকলেও নিকোলাস ওটামেন্ডির নিষেধাজ্ঞার সুবাদে বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন এ অভিজ্ঞ সেন্টার ব্যাক।

আগামী ৩০ মার্চ (বুধবার) নিজেদের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে পাঁচ ম্যাচ শেষে দুই জয়, দুই ড্র ও এক পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্জেন্টিনা। সমান ম্যাচে মাত্র তিন পয়েন্টে ৯ নম্বরে বলিভিয়া। শীর্ষে থাকা ইকুয়েডরের সংগ্রহ চার জয় ও এক ড্রয়ে ১৩। দশ পয়েন্টে দুইয়ে উরুগুয়ে আর আট পয়েন্টে তিনে ব্রাজিল।

বলিভিয়া ম্যাচে আর্জেন্টিনা একাদশ (সম্ভাব্য): সার্জিও রোমেরো, গ্যাব্রিয়েল মার্সাডো, মার্টিন দেমিচেলিস, হাভিয়ের পিনোলা, মার্কোস রোহো, হাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন ও অ্যাঙ্গেল ডি মারিয়া।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।