ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আহত রোনালদোদের চিন্তায় বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
আহত রোনালদোদের চিন্তায় বেলজিয়াম

ঢাকা: বেলজিয়ামের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে জয় পেতে মরিয়া ক্রিস্টিয়ানো রোনালদোরা। কারণ আগের ম্যাচে দুর্বল বুলগেরিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে অঘটনের শিকার হয়েছিলো পর্তুগাল।

তাই এবারের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে নিজেদের সেরাটাই দিতে প্রস্তুত দলটি।

 

বুলগেরিয়ার বিপক্ষে হেরে মাথা নিচু হয়েছিলো রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের। সে ম্যাচে সিআর সেভেনের পেনাল্টি মিসে জয় নিয়ে মাঠ ছাড়ে বিপক্ষ দল। সম্প্রতি রোনালদো দ্বিতীয়বারের মতো পেনাল্টি মিস করলেন। সর্বশেষ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ব্যর্থ হয়েছিলেন তিনি।

 

এদিকে বিশ্ব ফুটবলের শীর্ষ দল বেলজিয়ামের বিপক্ষে লড়তে যাচ্ছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। তবে পর্তুগালের লেইরায় অনুষ্ঠেয় এ ম্যাচটিতে মার্ক উইলমোস্টে দল পাচ্ছে না বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে। এদের মধ্যে ইনজুরির কারণে টোবে আলডেরওয়ারেল্ড, ক্রিস্টয়ান বেনতেক, কেভিন ডি ব্রুইন, এডেন হ্যাজার্ড, অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিদের থাকতে হবে মাঠের বাইরে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।