ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

ফুটবল

বার্সার সামনে কঠিন সময় দেখছেন অঁরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
বার্সার সামনে কঠিন সময় দেখছেন অঁরি ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যু ক্যাম্পে ‍বার্সেলোনার টানা ৩৯ ম্যাচের অপরাজেয় যাত্রা থামিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠেই আবার চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হচ্ছে কাতালানদের।

এল ক্লাসিকোতে হারের প্রভাবটা অ্যাতলেতিকো মাদ্রিদ ম্যাচেও থাকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক বার্সা তারকা থিয়েরি অঁরি।

 

মঙ্গলবার (৫ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকোর বিপক্ষে মাঠে ‍নামবেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

 

শনিবারের (২ এপ্রিল) এল ক্লাসিকোতে এগিয়ে থেকেও ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। । এ ম্যাচটি ছিল প্রয়াত বার্সা কিংবদন্তি ইয়োহান ক্রুইফকে উৎসর্গ করার ম্যাচ। বার্সার প্রাণভোমরা লিওনেল মেসির সামনে ছিল ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫০০তম গোলের মাইলফলক ছোঁয়ার হাতছানি। কিন্তু, ম্যাচ শেষে সমর্থকদের হতাশাই উপহার দেন লুইস এনরিকের শিষ্যরা।

বার্সায় তিন মৌসুম কাটানো অঁরির বিশ্বাস, রিয়ালের বিপক্ষে হারের আক্ষেপটা কাতালানদের পরবর্তী ম্যাচে প্রভাব ফেলতে পারে। ন্যু ক্যাম্পে অ্যাতলেতিকোর বিপক্ষে প্রথম লেগের ম্যাচে বার্সার পারফরম্যান্স নিয়ে কিছুটা সন্দিহান ফ্রেঞ্চ তারকা।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অঁরি বলেন, ‘জানি বার্সেলোনাকে ঘিরে একটা উদ্বেগ থাকবে। একটা পরাজয়ই কিছু অনিশ্চয়তা তৈরি করতে পারে। আমি এখনো মনে করি, লিগ (লা লিগা) সম্পন্ন হয়ে গেছে, কিন্তু আমি এর প্রভাবটা পরবর্তী ম্যাচগুলোতে দেখতে চাই। ’

এল ক্লাসিকো ম্যাচটি প্রসঙ্গে অঁরির ‍ভাষ্য, ‘রিয়ালের জয়টা প্রাপ্য ছিল। দ্বিতীয়ার্ধে তারা ভালো টিম ছিল, এমনকি ১-০ তে পিছিয়ে থেকেও, পরবর্তীতে দশজনের দলে পরিণত হয়েও। রিয়াল অনেক আত্মবিশ্বাস নিয়ে ম্যাচে ফেরে যেখানে পরবর্তী ম্যাচে বার্সাকে অ্যাতলেতিকোর বিপক্ষে খেলতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।