ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফাইনালের দৌড়ে রিয়াল বনাম সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মে ৪, ২০১৬
ফাইনালের দৌড়ে রিয়াল বনাম সিটি ছবি:সংগৃহীত

ঢাকা: ইউরোপিয়ান ক্লাবের মধ্যে ছোট দলগুলোর পারফরম্যান্স নজর কেড়ে যাচ্ছে। যেখানে ইতোমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নের মুকুট পড়ে রেকর্ড গড়েছে লিচেস্টার সিটি।

অন্যদিকে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এবার রিয়াল মাদ্রিদের দুর্গ কি ভাঙতে পারবে ম্যানচেস্টার সিটি?

চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিলো সিটি। এবার তাদের সামনে আসরটির ফাইনালে ওঠারও হাতছানি থাকছে। এরই ধারাবাহিকতায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল ও সিটি।

বুধবার (০৫ মে) রাতে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে ম্যানুয়েল পেলেগ্রিনি শিষ্যদের আতিথিয়েতা জানাবে রিয়াল। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ম্যাচটি শুরু হবে।

প্রথম লেগে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছিলো জিনেদিন জিদানের শিষ্যরা। তাই এ ম্যাচে বাড়তি অনুপ্রেরণা পাচ্ছে সার্জিও আগুয়েরোরা। কারণ রিয়ালের মাঠে যদি ১-১ গোলে ড্রও হয় তবে অ্যাওয়ে গোলের সুবিধে কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত হবে। তবে ঘরের মাঠে একটুও ছাড় দিতে নারাজ লা গ্যালাকটিকোরা।

এদিকে ইনজুরির কারণে রিয়ালের শেষ তিন ম্যাচে মাঠে নামতে পারেননি দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ ম্যাচের আগে কোচ জিদান জানিয়েছিলেন পর্তুগিজ অধিনায়ক শতভাগ সুস্থ রয়েছেন। কিন্তু এতদিন পরে মাঠে নেমে কতুটুক দিতে পারবেন রোনালদো? সঙ্গে গতকাল দলের অনুশীলন করতে পারেননি আরেক স্ট্রাইকার করিম বেনজেমা।

রিয়াল অবশ্য চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবের বিপক্ষে বরাবরই অপ্রতিরোধ্য। ইউরোপিয়ান আসরটিতে শেষ নয় ম্যাচে দলটি ইংলিশদের বিপক্ষে কোন হার দেখেনি। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে শেষ ষোলোর খেলায় লিভারপুলের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-০তে হেরেছিলো স্প্যানিশ জায়ান্টরা।

দু’দলের সর্বশেষ চার দেখায় দুবার জয় পেয়েছে রিয়াল। বাকি দুটি ম্যাচে ড্র হয়েছে।

রিয়াল নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে। বাকি ম্যাচটি ড্র হয়েছে। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের দুটিতে জয় ও সমান ম্যাচে ড্র দেখেছে সিটিজেনরা। বাকি ম্যাচটি হেরেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ০৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।