ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রতিশোধের ম্যাচে ম্যানইউয়ের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ৭, ২০১৬
প্রতিশোধের ম্যাচে ম্যানইউয়ের কষ্টার্জিত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: অপেক্ষাকৃত দুর্বল দল নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে টিকে থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর এ ম্যাচে জয়ের ফলে চলমান ইংলিশ প্রিমিয়ারের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানটি নিশ্চিত করেছে ম্যানইউ।

 

ম্যানইউয়ের হয়ে একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা। ম্যাচের ৭২ মিনিটে মাতার করা এই গোলেই কষ্টার্জিত জয় তুলে নেয় নরউইচের মাঠে আতিথ্য নেওয়া রেড ডেভিলসরা।

এবারের লিগে গত ডিসেম্বরে প্রথম পর্বে নরউইচের বিপক্ষে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ২-১ গোলে হেরেছিল ওয়েইন রুনির দল। ফলে, ফিরতি পর্বের অ্যাওয়ে ম্যাচে জয় তুলে হারের প্রতিশোধও নিল ইউনাইটেড।

পরের চ্যাম্পিয়ন্স লিগের আসরে ইংলিশ প্রিমিয়ারের শীর্ষ তিনটি দল সরাসরি খেলার সুযোগ পাবে। চতুর্থ শীর্ষ দলটিকে প্লে-অফ খেলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে হবে। ফলে, পরের মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ে যেতে এখনও টিকে রয়েছে ম্যানইউ।

৩৬ রাউন্ড শেষে ম্যানইউ ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আর তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৭।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০৭ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।