ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সাই বিশ্বের সেরা দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৬
বার্সাই বিশ্বের সেরা দল ছবি: সংগৃহীত

ঢাকা: দু’দিন আগে ফোর্বস সাময়িকীর তালিকায় আবারও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের মর্যাদা পায় রিয়াল মাদ্রিদ। তবে লুইস সুয়ারেজের চোখে, বর্তমান বিশ্বের ‘সেরা টিম’ বার্সাই।

টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জয়ের ব্যাপারেও প্রবল আত্মবিশ্বাসী উরুগুইয়ান স্ট্রাইকার।

লিগ টেবিলে রিয়ালের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে মৌসুমের শেষ ম্যাচে স্বাগতিক গ্রানাদার মুখোমুখি হবে বার্সা। অপর ম্যাচে দেপোর্তিভো লা করুনার মাঠে নামবে গ্যালাকটিকোরা। দু’টি ম্যাচই বাংলাদেশ সময় শনিবার (১৪ মে) রাত ৯টায় শুরু হবে। ৩৭ ম্যাচ শেষে কাতালানদের সংগ্রহ ৮৮। লেভান্তের কাছে হেরে আগের ম্যাচেই শিরোপা দৌড়ে ছিটকে যায় অ্যাতলেতিকো মাদ্রিদ (৮৫)।

গ্রানাদার বিপক্ষে ক্লিন শিটই (গোল হজম না করা) বার্সার প্রথম অগ্রাধিকার থাকবে বলে জানান সুয়ারেজ, ‘ক্লিন শিট ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রানাদা নিজেদের মাঠে মান রক্ষার জন্য জিততে চাইবে। তবে ম্যাচ জেতার জন্য আমাদের যথেষ্ট সক্ষমতা আছে। আমরা জানি, কিছু কঠিন সময় অপেক্ষা করছে, যেমনটা সবসময়ই লিগের এই স্টেজে হয়ে থাকে। ’

উরুগুইয়ান তারকা যোগ করেন, ‘আমরা দু’টি শিরোপা জিততে পারি (লিগ ও সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল) অথবা হারতেও পারি। আমার চোখে, বার্সাই বিশ্বের সেরা টিম এবং জানি এর জন্য চাপ আসে। কিন্তু আমাদের নিজেদের ওপর পূর্ণ আস্থা রয়েছে। ’

বার্সার জার্সি গায়ে মৌসুমটা দারুণ উপভোগ করছেন ২৯ বছর বয়সী সুয়ারেজ। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬১ ম্যাচে ৫৬ বার গোল উদযাপনে মেতেছেন সাবেক লিভারপুল ‍তারকা। যেখানে গত মৌসুমে তার গোল সংখ্যা ছিল ৪৩ ম্যাচে ২৫টি।  

সতীর্থদের ভূয়সী প্রশংসাতেও মাতেন সুয়ারেজ, ‘আমার বেশিরভাগ সতীর্থ যেমন মেসি বা নেইমার আমাকে গোল করার অধিক সুযোগ তৈরি করে দেয়। বার্সায় এদের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারাটা সম্মানের। এই মৌসুমে আমরা দেখিয়ে দিয়েছি যে, আমরা গ্রেট টিম-মেটস। ’

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।