ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির বার্সা ছাড়ার শঙ্কা দেখছেন লিগ প্রধান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
মেসির বার্সা ছাড়ার শঙ্কা দেখছেন লিগ প্রধান ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবল লিগ (লা লিগা) প্রেসিডেন্ট। করা ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আর্জেন্টাইন তারকার স্পেন ছাড়ার সম্ভাবনা দেখছেন হাভিয়ের তেবাস।

তিনদিন আগে কর ফাঁকির মামলায় মেসি ও তার বাবাকে দোষী সাব্যস্ত করে ২১ মাসের ‍কারাদণ্ড ও জরিমান করে বার্সেলোনার আদালত। ইতোমধ্যেই আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তাদের আইনজীবি।

দু’জনের কাউকেই জেলে যেতে হচ্ছে না। স্পেনের আইন অনুযায়ী, কোনো অহিংস অপরাধ না করলে এবং অতীত অপরাধ রেকর্ড না থাকলে দুই বছরের কম কারাদণ্ড সাধারণত স্থগিত থাকে।

তেবাসের বিশ্বাস, মেসি নির্দোষ। কোনো ভুল কাজ করেননি। তবে তার মধ্যে বার্সেলোনা আইকনকে হারানোর ভয়ও কাজ করছে, ‘মেসির স্পেন ছাড়ার সম্ভাবনা নিয়ে আমি অবশ্যই ভীত। কিন্তু আমি তাকে একটি কথাই বলতে পারি, লা লিগা থেকে আমাদের বিশ্বাস সে নির্দেষ এবং তাকে এখানে পেয়ে আমরা খুশি। ’

তেবাস যোগ করেন, ‘স্পেনকে মেসি ৬১ মিলিয়ন ইউরোর বেশি কর পরিশোধ করেছে এবং এই অর্থ দিয়ে হাসপাতাল ও রাস্তা তৈরি করা ‍যাবে। ’ মেসির বিরুদ্ধে মামলাটি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ কিনা এমন ধারণাও প্রত্যাখ্যান করেন লা লিগা সভাপতি, ‘এখানে মেসি বা বার্সেলোনার বিরুদ্ধে কোনো বিদ্বেষ বা ব্যক্তিগত আক্রমণ নেই। বিশ্ব ক্রীড়া তদন্তের আওতাধীন। ’

এদিকে, মেসির সমর্থনে আরেকটি টুইটার বার্তা দিয়েছেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ, ‘লিও, যারা তোমাকে আক্রমণ করছে বার্সা ও এর ইতিহাসকেও আক্রমণ করছে। শেষ পর্যন্ত আমরা তোমার পাশে থাকবো। একসাথে আজীবন!’

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
এমআরএম

**
মেসিকে আইনি সহায়তা দিতে প্রস্তুত বার্সা
** কর ফাঁকির মামলায় মেসির ২১ মাসের জেল
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।