ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

শুক্রবার শুরু প্রিমিয়ার লিগ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
শুক্রবার শুরু প্রিমিয়ার লিগ

বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আগামীকাল থেকে। উদ্বোধনী দিনে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে গত মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।

 

একই দিনে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। মোহামেডান খেলবে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পুলিশ এফসি। ঘরের মাঠে ফ্লাডলাইটের আলোয় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়। বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে দুপুর আড়াইটায়।

প্রিমিয়ার লিগে রেকর্ড টানা পাঁচবারের চ্যাম্পিন কিংস। এবারও তাদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। গত মৌসুমে কিংসকে কঠিন চ্যালেঞ্জই জানিয়েছিল মোহামেডান। তবে ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগে কিংসের কাছেই শিরোপা খোয়াতে হয়েছে কোচ আলফাজ আহমেদের দলকে।  

এবারও সেই ধারা ধরে রাখতে চায় কিংস। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বলেন, ‘আমরা শিরোপা দিয়ে এবারের মৌসুম শুরু করেছি। এটা অবশ্যই দলের সকলকে উজ্জীবিত করবে। সকলের আত্মবিশ্বাস রয়েছে। আমরা জয় দিয়ে লিগ শুরু করার বিষয়ে আশাবাদী। ’
 
পৃষ্ঠপোষকতার অভাবে দল গঠন করতে বেগ পেতে হয়েছে চট্টগ্রাম আবাহনীকে। তবে প্রতিপক্ষকে কোনও ভাবেই দুর্বল মানছেন না বসুন্ধরার গোলরক্ষক শ্রাবন। তিনি বলেন, ‘যতটুকু জানি তাদের দলে একজন শুধু বিদেশি ফুটবলার আছে। তাও সে সুস্থ আছেন কি না জানি না। শেষ মুহূর্তে এসে তারা দলবদল করেছে। তবে যাই হোক মাঠে কোনও প্রতিপক্ষই দুর্বল ভাবার সুযোগ নেই। প্রতিপক্ষ প্রতিপক্ষই। আমরা সেভাবেই মাঠে নামব। ’

কিংসের নিয়মিত মুখ রবসন রবিনহো। এবারের মৌসুমে ক্লাব ছেড়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। রবসনকে ছাড়াই বসুন্ধরা আগের মতোই এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন শ্রাবণ। তিনি বলেন, ‘এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। ফুটবলাররা আসবেন, নতুন ফুটবলার আসবেন। তবে আমরা আমাদের বর্তমান দল নিয়ে সন্তুষ্ট। আমাদের দলে ভালো মানের ফুটবলার রয়েছে। নতুন বিদেশী ফুটবলার এসেছেন তারাও ভালো। ফুটবল তো একজনের খেলা নয়। সকলে মিলে খেলতে হয়। একজন না থাকলে তার অভাব অন্যরা পূরণ করে দেবে। ’

অন্যদিকে জয় দিয়ে আসর শুরু করার বিষয়ে আশাবাদী মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। শুধু প্রথম ম্যাচে জয় না এবারের আসরে শিরোপা জয়ের লক্ষ্যের কথাই জানিয়েছেন তিনি। দিয়াবাতে বলেন, ‘আমরা এবারের মৌসুমে শিরোপা জয় করতে চাই। গত মৌসুমে আমরা শিরোপার খুব কাছে ছিলাম। তবে শিরোপ জয় করতে পারিনি। এবার দলের সকলেই কঠোর পরিশ্রম করছেন। ব্যাক্তিগত ভাবেও আমরা কঠোর পরিশ্রম করছি। আমাদের লক্ষ্য এবার শিরোপা ঘরে তোলা। ’

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।