ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথম ম্যাচে জয়কেই গুরুত্ব দিচ্ছে শেখ রাসেল

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
প্রথম ম্যাচে জয়কেই গুরুত্ব দিচ্ছে শেখ রাসেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

চট্টগ্রাম থেকে: রোববার (২৪ জুলাই) থেকে চট্টগ্রামের এমএ স্টেডিয়ামে গড়াচ্ছে নবম বাংলাদেশ প্রিমিয়র লিগ ফুটবল। যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় উত্তর বারিধারার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ মিশন ‍শুরু করবে এবারের আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী দল শেখ রাসেল ক্রীড়া চক্র।

আর এই আসরের প্রথম ম্যাচের দিকেই পাখির চোখ করেছেন শেখ রাসেলের অধিনায়ক আতিকুর রহমান মিশু।

শনিবার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রামের বন্দর স্টেডিয়ামে অনুশীলনের আগে গণমাধ্যমকে এবারের প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচের লক্ষ্য জানাতে গিয়ে তিনি এভাবেই নিজের মনোভাব ব্যক্ত করেন।

এসময় তিনি জানান, ‘লিগে আমাদের প্রধান ফোকাস হচ্ছে প্রথম ম্যাচ। টার্গেট অবশ্যই চ্যাম্পিয়নশিপ। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে এগিয়ে যেতে চাই। তবে প্রথম ম্যাচটি অবশ্যই জিততে চাই। ’
 
সন্দেহ নেই এবারের প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, মোহামেডান ও শেখ জামালের পাশাপাশি শেখ রাসেলও শিরোপা প্রত্যাশী।

তবে দলের গুরুত্বপূর্ণ তিন স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি, শাখাওয়াত হোসেন রনি ও কমল ইনজুরিতে থাকায় পুরো চট্টগ্রাম পর্বে তাদের পাওয়া যাচ্ছে না। ফলে শিরোপা দৌঁড়ে কিছুটা হলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। কিন্তু মিশু সেটা মনে করছেন না। তার মতে, সমস্যা দলে থাকতেই পারে। সেই সমস্যা উতরে যাওয়াই ভালো দলের মূল বৈশিষ্ট্য।
 
এদিকে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে শক্তিমত্তা ও মাঠের রণকৌশলে উত্তর বারিধারার চেয়ে শেখ রাসেল অনেক এগিয়ে। সমীকরণ দেখলে দেখা যাবে ২০১২ সালের ট্রেবলজয়ী দলটির সামনে উত্তর বারিধারা নিছক আন্ডারডগ ছাড়া আর কিছুই না। তবে মিশু সেটা মনে করছেন না, ‘কাউকেই খাটো করে দেখার সুযোগ নেই। আপনি যদি দেখেন ইংলিশ লিগে লিচেস্টার সিটি চ্যাম্পিয়ন হয়েছে। আরামবাগ ফেডারেশন কাপে রানারআপ হয়েছে। ’

মৌসুমের তিন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শেখ রাসেল দল গড়লেও স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে ভালো কিছু করে দেখাতে পারেনি। প্রিমিয়ার লিগে কতটুকু পারবে? উত্তরে মিশু বললেন, ‘লিগ ও টুর্নামেন্টের মধ্যে পার্থক্য আছে। টুর্নামেন্ট ১০-১৫ দিনে শেষ হয়ে যায় যেখানে লিগ তিন বা চারমাস খেলতে হয়। ফলে দীর্ঘ একটি সময় ক্লাবগুলোকে ধৈর্য রাখতে হয়। টুর্নামেন্ট গুলোতে ভালো করিনি ঠিক আছে, কিন্তু খুব খারাপও করিনি। একটির সেমিফাইনালে টাইব্রেকারে হেরেছি। আরেকটাতে গোলে লিড নিয়ে হেরেছি।   ভাগ্যও থাকতে হয়। ’

সবশেষে দলের সার্বিক অবস্থা জানাতে গিয়ে শেখ রাসেলের এই অ্যাটাকিং মিডফিল্ডার জানালেন, ‘আমরা ২০ জন সুস্থ আছি। তবে আমাদের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার এমিলি, রনি ও কোমল ইনজুরির কারণে এখনও ম্যাচ ফিটনেস ফিরে পায়নি। আশা করি চিটাগং পর্ব শেষের সাথে সাথে তারা পূর্ণ ফিটনেস ফিরে পাবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।