ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিদেশিতে শুরু, দেশি ফুটবলারের গোলে মাইলফলক

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
বিদেশিতে শুরু, দেশি ফুটবলারের গোলে মাইলফলক ছবি: অনিক খান

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: গোল খরায় ভুগতে থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার ৫০তম গোলের মাইলফলক ছুঁয়েছে। চট্টগ্রাম পর্বে এ লিগের উদ্বোধনী ম্যাচে গোলের খাতা খোলেন শেখ জামালের নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ডার্লিংটন।

আর ময়মনসিংহ পর্বের চতুর্থ ম্যাচে গোলের হাফ সেঞ্চুরির ল্যান্ডমার্ক স্পর্শ করলেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের দেশি ফুটবলার মানিক। অর্থাৎ, তার দেয়া গোলেই বিপিএলের এবারের আসরে পূর্ণ হলো ৫০তম গোল। ফুটবল সচেতন ক্রীড়াপ্রেমীদের মাঝে এ নিয়ে বইতে শুরু করে অন্য রকম উচ্ছ্বাস।

শুধু তাই নয়, উদ্বোধনী ম্যাচের সঙ্গে ২২তম ম্যাচেরও কাকতালীয়ভাবে আরেকটি মিল খুঁজে পেয়েছেন ফুটবলপ্রেমীরা। চট্টগ্রাম পর্বে উদ্বোধনী ম্যাচে শেখ জামাল প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। আর ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামেও যেন একই ঘটনার পুনরাবৃত্তি হলো।

শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেডের সঙ্গে সোমবার (০৮ আগস্ট) বিকেলে এ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও ১-১ গোলে ড্র করেছে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মোবারকের ক্রস থেকে দ্বিতীয়ার্ধের তিন মিনিটের সময় মানিক হেডের মাধ্যমে প্রতিপক্ষ আবাহনীর জালে বল পাঠিয়ে দেন।

এরই মধ্যে দিয়ে চলতি আসরের ৫০তম গোলের সঙ্গে নিজের নামটিও যুক্ত করেছেন। থামিয়ে দিয়েছেন শক্তিধর আবাহনীর জয়রথও।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া এহসান আহমেদ অমিত বাংলানিউজকে জানান, চট্টগ্রাম পর্বে ১৮ টি ম্যাচে গোল হয়েছিল ৪২ টি। আর ময়মনসিংহ পর্বে ৪ ম্যাচে গোল হয়েছে ৮ টি।

এদিকে, ফুটবল মাঠে দু’দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেললেও তাদের কেউই প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্গে আঁচর কাটতে পারছেন না। ফলে উত্তেজনা সত্ত্বেও গোলের দেখা কম হওয়ায় ময়মনসিংহের ফুটবলপ্রেমীরা মাঠে নিজেদের মন বসাতে পারছেন না।

ময়মনসিংহ পর্বের চতুর্থ ম্যাচে আবাহনীর বিদেশি খেলোয়াড় সানডে’র গোলে প্রথমেই আবাহনী লিড নিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই মুক্তিযোদ্ধা সংসদের দেশি খেলোয়াড় মানিক হেডের মাধ্যমে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।

খেলা শেষ হবার মিনিট কয়েক আগে আবাহনী একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও আর গোলের দেখা পায়নি। উল্টো খেলা শেষ হবার আগেভাগে দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযোদ্ধার জাভেদের হেড পোস্টে লেগে ফিরে আসায় নিশ্চিত জয় হাতছাড়া হয় মুক্তিযোদ্ধা সংসদের।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগষ্ট ০৮, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।