ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সর্বকালের সেরা একাদশে মেসি, জায়গা হয়নি রোনালদোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
সর্বকালের সেরা একাদশে মেসি, জায়গা হয়নি রোনালদোর ছবি:সংগৃহীত

ঢাকা: বর্তমানে তো বটেই! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারদের তালিকা করলে অনায়াসেই চলে আসবে মেসি-রোনালদোর নাম। গত আট বছর ধরেই ফিফা বর্ষসেরার খেতাব ব্যালন ডি’অর এ দু’জনের দখলেই।

কিন্তু ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো তার সর্বকালের সেরা একাদশ বাছাই করতে গিয়ে ইউরো জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোকে বাদের খাতায় রেখেছেন।

বর্তমানে খেলছেন এমন তিনজন খেলোয়াড় জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তির ড্রিম টিমে। গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, আন্দ্রেয়া পিরলো ও লিওনেল মেসি। বাদ পড়াদের মধ্যে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ অধিনায়ক রোনালদো অন্যতম।

স্বাভাবিকভাবেই কয়েকজন স্বদেশীকে নিজের স্বপ্নের একাদশে নিয়েছেন সাবেক ইন্টার মিলান, এসি মিলান, রিয়াল ও বার্সেলোনা তারকা। কাফু, রবার্তো কার্লোসের পাশাপাশি আক্রমণভাগে ‘ফুটবলসম্রাট’ পেলের সঙ্গে নিজেকেই রেখে দিলেন দু’বারের বিশ্বকাপ জয়ী।

৪-৪-২ ফর্মেশনে একাদশ সাজিয়েছেন রোনালদো। যেখানে তিনি বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসিকে মিডফিল্ডে নামিয়ে এনেছেন। আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে আছেন তারই স্বদেশী ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান ও পিরলো।

গোলরক্ষক ও রক্ষণভাগে আছেন তিন ইতালিয়ান বুফন, পাওলো মালদিনি ও ফাবিও ক্যানাভারো। রাইট ব্যাকে কাফু ও লেফট ব্যাকে আরেক ব্রাজিলিয়ান লিজেন্ড রবার্তো কার্লোস।

রোনালদোর স্বপ্নের একাদশ: জিয়ানলুইজি বুফন, রবার্তো কার্লোস, ফাবিও ক্যানাভারো, পাওলো মালদিনি, কাফু, লিওনেল মেসি, আন্দ্রেয়া পিরলো, জিনেদিন জিদান, দিয়েগো ম্যারাডোনা, রোনালদো, পেলে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।