ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘চেনা রূপে’ ফিরছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
‘চেনা রূপে’ ফিরছেন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: মাঠে ফিরতে ক্রিস্টিয়ানো রোনালদোর কঠোর পরিশ্রম অব্যাহত। ইউরোর ফাইনালের (১১ জুলাই) পর থেকেই প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে পর্তুগিজ আইকন।

পূর্ণ ফিটনেস ফিরে পেতে আর যেন সইছে না সিআর সেভেনের!

সেল্টা ভিগোর বিপক্ষে ২৭ আগস্টের ম্যাচটিতে (২-১) রোনালদোর ফেরার সম্ভাবনা ছিল। কিন্তু দলের সেরা ‍তারকাকে নিয়ে ঝুঁকি নেননি কোচ জিনেদিন জিদান। আগামী ১০ সেপ্টেম্বরের আগে রিয়াল মাদ্রিদের আর কোনো ম্যাচ নেই। তাই নিজের সেরা রূপে ফিরতে পর্যাপ্ত সময় পাচ্ছেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী।

এখনো দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে যোগ না দিলেও একাকী ফিটনেস ট্রেনিং করে যাচ্ছেন রোনালদো। ট্রেনিংয়ের একটি ভিডিওতে স্পষ্ট, পূর্ণ ফিটনেসের লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেছেন ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড।

লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ (১০ সেপ্টেম্বর) দিয়েই ‘লম্বা বিরতির’ ইতি টানতে পারেন রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। চারদিন পরই (১৪ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১টা) স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে গ্যালাকটিকোরা।

পূর্ণ ফিটনেসের পথে রোনালদো:

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।