ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ের ধারায় জার্মানি, ইংল্যান্ডের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জয়ের ধারায় জার্মানি, ইংল্যান্ডের হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত গতিতে ছুটছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। টানা তিন ম্যাচেই জয়ের ধারায় জোয়াকিম লোর শিষ্যরা।

‘সি’ গ্রুপে নিজেদের সবশেষ ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয় পায় জার্মানরা। অন্যদিকে, স্লোভেনিয়ার ‍মাঠে গোলশূন্য ড্রয়ের হতাশায় ডোবে ইংল্যান্ড।

ঘরের মাঠে প্রথমার্ধেই ২-০ ব্যবধানের লিড নেই জার্মানি। ১৩ মিনিটে থমাস মুলারের পাসে গোল উদযাপনে মাতেন তরুণ মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলার। চার মিনিট বাদেই আইরিশদের জালে বল পাঠান সামি খেদিরা। এই ফলাফলেই ম্যাচের নিষ্পত্তি ঘটে।

ওয়েইন রুনিকে সাইডবেঞ্চে বসিয়ে ‘এফ’ গ্রুপের ম্যাচটিতে স্লোভেনিয়ার মুখোমুখি হয় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ড্যালি আলীর বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ গ্যারেখ সাউথগেট। সে যাই হোক, ওয়ালকট-রাশফোর্ড-স্টারিজদের ব্যর্থতার দিনে ত্রাতার ভূমিকায় হাজির হন গোলরক্ষক জো হার্ট। তার দুর্দান্ত কিছু সেভ রক্ষা করে ইংলিশদের। পয়েন্ট খোঁয়ালেও অপরাজেয় (২ জয়, ১ ড্র) থেকেই নিজেদের তৃতীয় ম্যাচ শেষ করে ৬৬’র বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইউরোপ অঞ্চলের অন্যান্য ম্যাচের ফলাফল: চেক প্রজাতন্ত্র ০-০ আজারবাইজান, ডেনমার্ক ০-১ মন্টেনেগ্রো, লিথুনিয়া ২-০ মাল্টা, নরওয়ে ৪-১ সান মারিনো, পোল্যান্ড ২-১ অার্মেনিয়া, স্লোভাকিয়া ৩-০ স্কটল্যান্ড।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।