ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নাইজেরিয়ান চিজোবার হ্যাটট্রিকে আবাহনীর বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
নাইজেরিয়ান চিজোবার হ্যাটট্রিকে আবাহনীর বড় জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নাইজেরিয়ার ফরোয়ার্ড সানডে চিজোবার দুর্দান্ত হ্যাটট্রিকে ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী লিমিটেড ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সকার ক্লাব ফেনীকে। আবাহনীর হয়ে বাকি দুটি গোল করেন জুয়েল রানা ও সাদ উদ্দিন।

সোমবার (০৭ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সহজ জয় তুলে নেয় ঢাকা আবাহনী।

সোমবার ম্যাচের ১৮তম মিনিটে জুয়েল রানার গোলে লিড নেয় আবাহনী। ২৬তম মিনিটে আবাহনীকে এগিয়ে নেন চিজোবা। লি টাকের ক্রসে প্লেসিং শটে ফেনীর গোলরক্ষক সুজন চৌধুরিকে পরাস্ত করেন চিজোবা (২-০)।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন চিজোবা (৩-০)। তবে, ৫৮তম মিনিটে ব্যবধান কমায় ফেনীর দলটি। উচে ফেলিক্স দলটির হয়ে একমাত্র গোলটি করেন (৩-১)।

৬২ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নাইজেরিয়ান চিজোবা (৪-১)। এটাই লিগে তার প্রথম হ্যাটট্রিক।

খেলার ৮৮তম মিনিটে সাদের গোলে ৫-১ এ এগিয়ে যায় আবাহনী। ফরোয়ার্ড চৌমরিন রাখাইন লাল কার্ড পেলে যোগ করা সময়ে ফেনী দশজনের দলে পরিণত হয়।

এই জয়ের পর ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করল আবাহনী। ফেনী সকারের পয়েন্ট ৯।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।