ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

ইউসেবিওকে ছাড়িয়ে বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, নভেম্বর ২৩, ২০১৬
ইউসেবিওকে ছাড়িয়ে বেনজেমা ছবি: সংগৃহীত

পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে জ্লাতান ইব্রাহিমোভিচের পাশে নাম লিখিয়েছেন করিম বেনজেমা। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলস্কোরার তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ তারকা।

ঢাকা: পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে জ্লাতান ইব্রাহিমোভিচের পাশে নাম লিখিয়েছেন করিম বেনজেমা। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলস্কোরার তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ তারকা।

স্পোর্টিং লিসবনের বিপক্ষে (২-১) ম্যাচের শেষদিকে জয়সূচক গোল করেন বেনজেমা। এতেই সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার ইউসেবিওকে পেছনে ফেলেন ২৮ বছর বয়সী এ উইঙ্গার। খেলোয়াড়ী জীবনে বেনফিকার হয়ে (১৯৬০-৭৫) ৬৩ ম্যাচে ৪৭টি গোল করেছিলেন প্রয়াত ইউসেবিও। তখন চ্যাম্পিয়নস লিগের নামকরণ ছিল ইউরোপিয়ান কাপ।

ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় বেনজেমার গোলসংখ্যা এখন ৮৭ ম্যাচে ৪৮। সমান সংখ্যক গোলের মালিক ইউক্রেনের আন্দ্রেই শেভচেঙ্কো ও সুইডিশ ইব্রাহিমোভিচ। ৪৯টি গোল নিয়ে ছয়ে অবস্থান করছেন রিয়ালের প্রয়াত আর্জেন্টাইন লিজেন্ড আলফ্রেডো ডি স্টেফানো। গ্যালাকটিকোদের হয়ে তিনি টানা পাঁচবার (১৯৫৫-৬০) ইউরোপিয়ান কাপ জিতেছিলেন।

এ তালিকায় সবার শীর্ষে বেনজেমার ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। এখন পর্যন্ত ১৩২ ম্যাচে ৯৫ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন সিআর সেভেন। পাঁচ গোল পিছিয়ে (১০৯ ম্যাচ) লিওনেল মেসি। শীর্ষ পাঁচের বাকি তিনজন যথাক্রমে রাউল গঞ্জালেস (৭১), রুড ফন নিস্টলরয় (৫৬) ও থিয়েরি অঁরি (৫০)।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।