ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

ফুটবল

লিভারপুলকে হারিয়ে বার্নমাউথের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
লিভারপুলকে হারিয়ে বার্নমাউথের ইতিহাস ছবি:সংগৃহীত

পুঁচকে দল হিসেবেই পরিচিত এএফসি বার্নমাউথ। যেখানে লিভারপুলের গায়ে আছে জায়ান্ট দলের তকমা। তবে রোববার রাতের ম্যাচে যেন সব হিসেব উল্টে গেল। শক্তিশালী লিভারপুলের বিপক্ষে দু’বার পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় তুলে নিল বার্নমাউথ। আর নিজেদের ইতিহাসে লিভারপুলের বিপক্ষে প্রথমবারের মতোই জয় তুলে নিল দলটি।

ঢাকা: পুঁচকে দল হিসেবেই পরিচিত এএফসি বার্নমাউথ। যেখানে লিভারপুলের গায়ে আছে জায়ান্ট দলের তকমা।

তবে রোববার রাতের ম্যাচে যেন সব হিসেব উল্টে গেল। শক্তিশালী লিভারপুলের বিপক্ষে দু’বার পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় তুলে নিল বার্নমাউথ। আর নিজেদের ইতিহাসে লিভারপুলের বিপক্ষে প্রথমবারের মতোই জয় তুলে নিল দলটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠ গোল্ডস্ট্যান্ডে ইয়র্গান ক্লপের শিষ্যদের আতিথিয়েতা জানায় বার্নমাউথ। সব প্রতিযোগিতা মিলিয়ে দু’দলের আগের নয় বারের দেখায় কখনো হারেনি অল রেডসরা। তবে এবার জয়ের খুব কাছে গিয়ে শেষ মুহূর্তের নাটকীয়তায় হার নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের।

এদিন ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। সাইদু মানের গোলে লিড নেয় সফরকারীরা। তবে মাত্র দুই মিনিট পরেই ডিভোক ওরিগি আরও একটি গোল করলে লিড দ্বিগুণ হয় দিলটির। পরে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেই শুরু হয় যতো নাটকীয়তা। ৫৬ মিনিটে কালাম উইলসন পেনাল্টির মাধ্যমে বার্নমাউথের হয়ে একটি গোল শোধ করেন। তবে এমের ক্যান ৪৬ মিনিটে লিভারপুলকে আবারও এগিয়ে দেন (৩-১)। ৭৬ মিনিটে অবশ্য ব্যবধান কমায় স্বাগতিক ফুটবলার রায়ান ফ্রাসের। আর দুই মিনিট পরেই স্টেভ কুক ম্যাচে সমতা নিয়ে আনে।

এমন ম্যাচটি শেষ দিকে ড্রয়ের দিকেই এগুচ্ছিল। তবে পিছু হটেনি বার্নমাউথ। দাঁতে দাঁত চেপে লড়ে গেছে। ম্যাচের নির্ধারিত সময়ের পর নাথান একে লিভারপুলের সর্বনাশ ডেকে আনেন। দুর্দান্ত এক শটে দলের হয়ে জয়সূচক গোলটি করে বসেন তিনি।

খেলার বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে লিভারপুল। ১৪ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে দলটি। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বার্নমাউথের অবস্থান দশে। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। আর ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।