ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দামি একাদশে জায়গা হয়নি রোনালদোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
দামি একাদশে জায়গা হয়নি রোনালদোর ছবি: সংগৃহীত

২০১৬ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ফেভারিট তকমা পেলেও বিশ্বের সবচেয়ে দামি একাদশে জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমান ট্রান্সফার মূল্যে রিয়াল মাদ্রিদ তারকার পজিশন দখল করেছেন নেইমার।

ঢাকা: ২০১৬ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ফেভারিট তকমা পেলেও বিশ্বের সবচেয়ে দামি একাদশে জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমান ট্রান্সফার মূল্যে রিয়াল মাদ্রিদ তারকার পজিশন দখল করেছেন নেইমার।

জনপ্রিয় ফ্রেঞ্চ ম্যাগাজিন ফ্রান্স ফুটবল ও সিঅাইইএস (দ্য সিঅাইইএস ফুটবল অবজারভেটরি) ওয়েবসাইট মিলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের একটা তালিকা তৈরি করেছে। সেখান থেকেই সেরা একাদশ বাছাই করে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’।

বিশ্বের চতুর্থ মূল্যবান খেলোয়াড় হয়েও একদশে ঢুকতে পারেননি রোনালদো। আক্রামণভাগের সেরা তিনে অবস্থান হারান সিআর সেভেন। ইউরো জয়ী পর্তুগিজ আইকনের বাজারমূল্য ধরা হয়েছে ১৩০ মিলিয়ন ইউরো।

ফুটবলারদের নিয়ে বিশেষ তথ্য ও বিশ্লেষণ তুলে ধরা সিঅাইইএস’র চোখে, বর্তমান ট্রান্সফার ফি বিবেচনায় বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। ব্রাজিলিয়ান সেনসেশনকে পেতে গুনতে হবে ২৫০ মিলিয়ন ইউরো।

এর পরেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির অবস্থান। আর্জেন্টাইন আইকনের ট্রান্সফার মান ১৯০ মিলিয়ন ইউরো। তৃতীয় স্থানে ইউরোর গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ী অ্যান্তোনি গ্রিজম্যান (১৩৫ মি.ই)।

পঞ্চাশজন দামি খেলোয়াড়ের শীর্ষ সাতজনের মধ্যে ছয়জনই লা লিগায় খেলছেন। বাকি সদস্য পল পগবা। যিনি ট্রান্সফার ফি’র ওয়ার্ল্ড রেকর্ড (১১০ মি.ই) গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান।

শীর্ষ ৫০ জনের অভিজাত তালিকায় রিয়ালের আটজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা থেকে পাঁচজন করে। দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও ম্যানসিটির চারজন করে নাম লিখিয়েছেন।

বিশ্বের সবচেয়ে দামি একাদশ: ডেভিড ডি গিয়া (৫৮ মিলিয়ন ইউরো), মারকুইনহোস (৪৭), লিওনার্দো বোনুচ্চি (৫০), রাফায়েল ভারান (৫০), আইমেরিক লাপোর্তে (৪৮), মার্কো ভেরাত্তি (৭২), ফিলিপ্পে কুতিনহো (৭৫), পল পগবা (১২৫), লিওনেল মেসি (১৯০), অ্যান্তোনি গ্রিজম্যান (১৩৫), ও নেইমার (২৫০)।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।