ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

দারুণ জয়ে শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
দারুণ জয়ে শীর্ষে আর্সেনাল ছবি:সংগৃহীত

স্টোক সিটির বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে আর্সেনাল। আর এ জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে জায়াগা করে নিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে এক ম্যাচ কম খেলা চেলসি রয়েছে দ্বিতীয়স্থানে।

ঢাকা: স্টোক সিটির বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে আর্সেনাল। আর এ জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে জায়াগা করে নিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

তবে এক ম্যাচ কম খেলা চেলসি রয়েছে দ্বিতীয়স্থানে।

রোববার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলতে নামে আর্সেনাল। তবে ম্যাচের প্রথমে অবশ্য স্টোকই লিড নেয়। ২৯ মিনিটে চার্লি অ্যাডামে গোলে এগিয়ে যায় দলটি। তবে ৪২ মিনিটে থিয়াগো ওয়ালকট গোল করলে সমতায় ফেরে গানাররা। পরে ১-১ গোলে সমতা থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতির ঠিক পরেই স্বাগতিকদের এগিয়ে দেন মেসুত ওজিল। আর ম্যাচের ৭৫ মিনিটে অ্যালেক্স লোবির গোল দারুণ জয় নিশ্চিত হয় আর্সেনালের।

১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা চেলসি সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।