ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ইউরোপা লিগের নকআউট পর্বের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ইউরোপা লিগের নকআউট পর্বের ড্র ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরেক মর্যাদাপূর্ণ আসর ইউরোপা লিগের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের নিওনে চূড়ান্ত হয় শেষ ৩২-এর লাইনআপ।

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরেক মর্যাদাপূর্ণ আসর ইউরোপা লিগের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের নিওনে চূড়ান্ত হয় শেষ ৩২-এর লাইনআপ।

গ্রুপ পর্বে ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামে। সেখান থেকে ২৪টি টিম জায়গা করে নেয় পরের রাউন্ডে। নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বে বাদ পড়া আটটি গ্রুপের তৃতীয় হওয়া আটটি ক্লাবও ইউরোপা লিগের নকঅাউটের ড্র’তে উত্তীর্ণ হয়।

আরও পড়ুন... নকআউটে বার্সা-পিএসজি, রিয়ালের সামনে নাপোলি

এই আটটি টিম হলো যথাক্রমে টটেনহাম, লুদোগোরেটস, বেসিকতাস, বুরুশিয়া মনশেনগ্লাডবাখ, রোস্তোভ, লেগিয়া ওয়ারশ, এফসি কোপেনহেগেন, লিঁওন।  মোট ৩২টি দল নিয়ে ড্র সম্পন্ন হয়।  

গ্রুপ ‘এ’র শীর্ষে উঠতে ব্যর্থ হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপ সেরা ফ্রান্সের সেইন্ট ইতিয়েন্নে। ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন ইতালিয়ান জায়ান্ট রোমার মুখোমুখি হবে সেভিয়া। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে বাদ পড়া টটেনহামের সামনে বেলজিয়ান ক্লাব জেন্ট।

আগামী ১৬ ফেব্রুয়ারি প্রথম লেগ ও ২৩ ফেব্রুয়ারি নকআউট পর্বের দ্বিতীয় লেগের ম্যাচগুলো মাঠে গড়াবে।

এক নজরে নকআউট পর্বের (শেষ ৩২) লাইনআপ:

•    ম্যানচেস্টার ইউনাইটেড বনাম সেইন্ট ইতিয়েন্নে
•    রোমা বনাম ভিয়ারিয়াল
    টটেনহাম বনাম জেন্ট
•    লুদোগোরেটস বনাম এফসি কোপেনহেগেন
•    বেসিকতাস বনাম হ্যাপোয়েল বিয়ার সেভা
•    বুরুশিয়া মনশেনগ্লাডবাখ বনাম ফিওরেন্তিনা
•    রোস্তোভ বনাম স্পার্তা প্রাগ
•    লেগিয়া ওয়ারশ বনাম আয়াক্স
•    লিঁওন বনাম এজে আল্কমার
•    অ্যাথলেতিক বিলবাও বনাম অ্যাপোয়েল
•    আন্ডারলেখট বনাম জেনিত
•    আস্ত্রা গিয়ারগিউ বনাম জেঙ্ক
•    সেল্টা ভিগো বনাম শাখতার দোনেৎস্ক
•    অলিম্পিয়াকোস বনাম ওস্মানলিস্পর
•    ফেনেরবাখ বনাম ক্রাসনোদার
•    শালকে বনাম পাওক এফসি

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।