ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির দ্বিগুণের বেশি ভোট পেয়ে ব্যালন ডি’অর জয়ী রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
মেসির দ্বিগুণের বেশি ভোট পেয়ে ব্যালন ডি’অর জয়ী রোনালদো চতুর্থবার ব্যালন ডি’অর জয়ী রোনালদো-ছবি:সংগৃহীত

চতুর্থবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এ পুরস্কার পেতে রিয়াল মাদ্রিদ তারকা চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকে দ্বিগুনের বেশি ভোট পান।

ঢাকা: চতুর্থবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এ পুরস্কার পেতে রিয়াল মাদ্রিদ তারকা চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকে দ্বিগুনের বেশি ভোট পান।

 

গত এক বছর ক্লাব রিয়াল ও জাতীয় দল পর্তুগালের হয়ে দুর্দান্ত খেলেছেন রোনালদো। দেশের হয়ে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নসশিপ জিতে ইতিহাস গড়েন। আর গ্যালাকটিকোদের ১১তম চ্যাম্পিয়নস লিগ জেতাতে দারুণ ভূমিকা রাখেন সিআর সেভেন খ্যাত এ তারকা।

ব্যালন ডি’অরের এবারের প্রতিযোগিতায় শীর্ষ দুই নাম ছিল রোনালদো ও মেসিরই। তবে ফাইনালের মঞ্চে রোনালদোর ধারে কাছেও আসতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। রিয়াল উইঙ্গার ৭৪৫ ভোট পেয়ে এবার বিজয়ী হয়েছেন। তিনি বার্সেলোনা তারকা থেকে এগিয়ে ছিলেন ৪২৯ ভোটে।

বিশ্বের বিভিন্ন দেশের ১৭৩ জন সাংবাদিকের ভোটে এবারের ব্যালন ডি’অর জয়ী নির্বাচিত হয়। যেখানে প্রতিটি সাংবাদিক সর্বোচ্চ তিন জনকে ভোট দিতে পেরেছেন। প্রথম পছন্দ পেয়েছেন পাঁচ পয়েন্ট। দ্বিতীয় পছন্দের ঘরে গেছে তিন পয়েন্ট। আর শেষের জন পেয়েছেন এক পয়েন্ট।

বিজয়ী রোনালদোর পর ৩১৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন বার্সেলোনাকে ঘরোয়া দুটি শিরোপা ও জাতীয় দলকে কোপা আমেরিকার ফাইনালে নিয়ে যাওয়া মেসি। ১৯৮ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে যাওয়া ও জাতীয় দল ফ্রান্সকে ইউরোর ফাইনালে যেতে সাহায্য করা অ্যান্তোনিও গ্রিজম্যান।

গত কয়েক বছর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ফিফার সঙ্গে একইসাথে দিয়ে আসছিল ফ্রেঞ্চ ভিক্তিক ম্যাগাজিন। তবে এবার থেকে আলাদা দেওয়া শুরু করেছে ব্যালন ডি’অর। এবারের প্রাথমিক তালিকায় ছিল ৩০ জনের নাম। এর মধ্যে ১৭জন একটি করে হলেও পয়েন্ট পেয়েছেন। বিস্ময়ের ব্যাপার আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুইন, ম্যানুয়েল ন্যুয়ার ও সার্জিও রামোসের মতো তারকারা একটি ভোটও পাননি।

বাকি ১৭ জন যারা ভোট পেয়েছেন তাদের তালিকা:

•    ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল) ৭৪৫ পয়েন্ট।
•    লিওনেল মেসি (বার্সেলোনা ও ‍আর্জেন্টিনা) ৩১৬ পয়েন্ট।
•    অ্যান্তোনিও গ্রিজম্যান (অ্যাতলেটিকো মাদ্রিদ ও ফ্রান্স) ১৭৮ পয়েন্ট।
•    লুইস সুয়ারেজ (বার্সেলোনা ও উরুগুয়ে) ৯১ পয়েন্ট।
•    নেইমার (বার্সেলোনা ও ব্রাজিল) ৬৮ পয়েন্ট।
•    গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ ও ওয়েলস) ৬০ পয়েন্ট।
•    রিয়াদ মাহারেজ (লিচেস্টার সিটি ও আলজেরিয়া) ২০ পয়েন্ট।
•    জেমি ভার্ডি (লিচেস্টার সিটি ও ইংল্যান্ড) ১১ পয়েন্ট।
•    জিয়ান লুইজি বুফন (জুভেন্টাস ও ইতালি) ও পেপে (রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল) ৮ পয়েন্ট।
•    পিয়েরে-এমরিক আয়ুবামেয়াং (বুরুশিয়া ডর্টমুন্ড ও গ্যাবন) ৭ পয়েন্ট।
•    রুই প্যাট্রিকো (স্পোর্টিং লিবসন ও পর্তুগাল) ৬ পয়েন্ট।
•    জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড ও সুইডেন সাবেক) ৫ পয়েন্ট।
•    পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড ও ফ্রান্স) ও আরতুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ ও চিলি) ৪ পয়েন্ট।
•    রবার্ট লেভান্ডভস্কি (বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ড) ৩ পয়েন্ট।
•    টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ ও জার্মান) ও লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়া) ও দিমিত্রি পায়েত (ওয়েস্টহাম ও ফ্রান্স) ১ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

##রোনালদোর ব্যালন ডি’অর পুনরুদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।