ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ট্রেবল নিয়ে ভাবছেন না জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ট্রেবল নিয়ে ভাবছেন না জিদান জিনেদিন জিদান ও ক্রিস্টিয়ানো রোনালদো/ছবি: সংগৃহীত

লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান, কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে এক পা, চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সব মিলিয়ে এ বছর ট্রেবল শিরোপায় চোখ রাখতেই পারে রিয়াল মাদ্রিদ। কিন্তু, কোচ জিনেদিন জিদান এখনই এসব নিয়ে ভাবতে চান না। ২০১৬-১৭ মৌসুমে আরো লম্বা পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন ফ্রেঞ্চ কিংবদন্তি।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ২টায় ফিরতি পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

তিনদিন পর একই প্রতিপক্ষের বিপক্ষে লিগ ম্যাচ। আগামী ১৬ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের (শেষ ষোলো) লড়াইয়ে নাপোলির মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা।

এ মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল এক ম্যাচ হাতে রেখে চার পয়েন্টের লিড নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। লিগ টেবিলে ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৪০। এক ম্যাচ করে বেশি খেলে দুইয়ে থাকা সেভিয়ার পরেই বার্সেলোনা (৩৫)।

এমন ধারাবাহিকতায় বছরের মাঝামাঝি সময়ে গ্যালাকটিকোরা ট্রেবল জয়ের উল্লাসে মাতলেও অবাক হওয়ার কিছু থাকবে না। জিদান অবশ্য আত্মতুষ্টিতে ভুগছেন না। চোখ রাখছেন বর্তমানে। ‍

এক প্রেস কনফারেন্সে নিজের ভাবনা তুলে ধরেন জিদান, ‘আমরা ট্রেবল নিয়ে চিন্তা করছি না। শুধু প্রতিদিনের অর্জনের দিকেই দৃষ্টি রাখছি। অবশ্যই, সবাই ট্রেবল জিততে চায়, কিন্তু এটা এখনো বহু দূরে। আমরা এ বিষয় নিয়ে চিন্তা করছি না। ’

গত বছরের শুরুতে রিয়ালের দায়িত্ব কাঁধে নিয়ে ২০১৬ সালটি স্মরণীয় করে রাখেন জিদান। তার অধীনে ইউরোপিয়ান ক্লাব শেষ্ঠত্বের মুকুট, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেন রোনালদো-বেল-বেনজেমারা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।