ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভিন্ন ম্যাচে মাঠে নামছে বার্সা-রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
ভিন্ন ম্যাচে মাঠে নামছে বার্সা-রিয়াল ভিন্ন ম্যাচে মাঠে নামছে বার্সা-রিয়াল-ছবি:সংগৃহীত

ফুরফুরে মেজাজেই লা লিগার ম্যাচের ফের মাঠে নামছে বার্সেলোনা। মাঝে চ্যাম্পিয়নস লিগে কষ্টার্জিত জয় পেলেও চলতি মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারের যন্ত্রণা পেতে হয়নি আর্নেস্টো ভালভার্ডের শিষ্যদের। একই রাতে ভিন্ন ম্যাচে খেলতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে ঘরের মাঠে ক্যাম্প ন্যু’তে লাস পালমাসকে আতিথিয়েতা জানাবে বার্সা। বাংলাদেশ সময় রাত পৌনে নয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এ ম্যাচের আগে টানা ছয় ম্যাচে জিতে বর্তমানে লিগ টেবিলের শীর্ষে আছে কাতালানরা।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে নতুন কোচ ভালভার্ডের অধীনে বার্সা। যদিও প্রায় একাই পারফর্ম করে যাচ্ছেন লিওনেল মেসি। ফর্মে নেই সুয়ারেজ। ইনজুরির কারণে দীর্ঘদিনের জন্য বিশ্রামে ওসমান ডেম্বেলে।

এ ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে নিয়ে উচ্ছ্বসিত ক্লাবের সাবেক সতীর্থ কার্লোস পুয়োল। বার্সার জার্সি গায়ে এই মুহূর্তে সমসংখ্যক ৫৯৩ টি ম্যাচ খেলেছেন মেসি ও পুয়োল। এ ম্যাচে মেসি খেললেই টপকে যাবেন পুয়োলকে। যে প্রসঙ্গে পুয়োল বলেন, ‘মেসি আরও উন্নতি করবে। আশা করছি বার্সার জার্সি গায়ে আরও ৫০০ ম্যাচ খেলবে ও। বার্সাকে তুলে নিয়ে যাবে অন্য উচ্চতায়। ’

এদিকে অন্য ম্যাচে রাত সোয়া একটায় এসপানিওলকে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে আতিথিয়েতা দেবে রিয়াল। লিগে এবারে খুব একটা ভালো অবস্থানে নেই জিনেদিন জিদান শিষ্যরা। ছয় ম্যাচের মাত্র তিনটিতে জয় পেয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে।

পাশাপাশি পাঁচ ম্যাচে নিষেধাজ্ঞার পর লিগে ফিরে কোনা পারফরম্যান্সই করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের দেখা পাননি দুই ম্যাচে। তবে এ ম্যাচে তাকে ভালো ভাবেই দেখা যাবে বলে জানান জিদান, ‘ম্যাচ খেলার ও গোল করার জন্য মুখিয়ে আছে রোনালদো। আশা করছি, এসপানিওলের ম্যাচ থেকেই চেনা ছন্দে পাওয়া যাবে তাকেকে। আর ওই ম্যাচ জিতে আমরাও লিগ টেবিলে উপরের দিকে উঠে আসতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।