ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

ফুটবল

বায়ার্নের আরেকটি হতাশার ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
বায়ার্নের আরেকটি হতাশার ম্যাচ ছবি:সংগৃহীত

বাজে পারফর্মের মধ্যেই যাচ্ছে বায়ার্ন মিউনিখ। এ নিয়ে টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল জার্মান জায়ান্টরা। কোচ কার্লো আনচেলত্তিকে হটানোর পরও বুন্দেসলিগায় হার্থা বার্লিনের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

লিগে টানা দুই ম্যাচে ড্র করলো বায়ার্ন। আর চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় দলটি।

এর পরই মূলত বরখাস্ত হন আনচেলত্তি। তবে তাকে সরিয়ে উইলি সাইনলের কাঁধে দায়িত্ব দিয়েও ব্যর্থতা পিছু ছাড়াতে পারেনি তাদের।

ম্যাচের অবশ্য বায়ার্নই প্রথমে ২-০ গোলে এগিয়ে যায়। ১০ মিনিটে মাটস হ্যামেলসের হেডে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন রকার্ট লেভান্ডভস্কি।

এরপরেই জ্বলে ওঠে স্বাগতিকরা। পাঁচ মিনিটের ব্যবধানে অন্দ্রেই দুদা ও সালোমন কালু বল জালে জড়ালে জয়বঞ্চিত হয় বায়ার্ন।

সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বরুসিয়া ডর্টমুন্ড।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।