ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চাঁদপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
চাঁদপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: মাদক, বাল্য বিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম সমাজ থেকে কমিয়ে আনার লক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০২ অক্টোবর) বিকেলে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আশ্বাদ মিয়াজী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউল্লাহ ওলি, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মামুন।

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ও জেলা কমিউনিটি পুলিশিং-এর সহযোগিতায় জেলার প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।