ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে ৪২ ম্যাচে জুভিদের প্রথম পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ঘরের মাঠে ৪২ ম্যাচে জুভিদের প্রথম পরাজয় ছবি: সংগৃহীত

সিরি আ’তে দু’বছরেরও অধিক সময় পর হোম ম্যাচে হারের স্বাদ পেল জুভেন্টাস। ইনজুরি সময়ে পাওলো দিবালার পেনাল্টি মিসে হতাশায় ডোবে বর্তমান চ্যাম্পিয়নরা। ২-১ গোলের জয়োল্লাসে মাতে লাৎসিও।

এ নিয়ে টানা দুই ম্যাচে স্পট কিক থেকে বল জালে পাঠাতে ব্যর্থ আর্জেন্ট‍াইন তারকা দিবালা। আটালান্টার মাঠে ড্রয়ের পর এবার হেরেই গেল ম্যাসমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

৪২ ম্যাচের মধ্যে এ প্রথম ঘরের মাঠে পরাজয়ের শিকার জুভিরা।

ডগলাস কস্তার গোলে ২৩ মিনিটে লিড নেয় জুভেন্টাস। বিরতির পরপরই ভিজিটরদের সমতায় ফেরান সিরো ইমোবাইল। কয়েক মিনিট বাদেই জোড়া গোল আদায় করে আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান এ ইতালিয়ান স্ট্রাইকার। যোগ করা পেনাল্টির সুযোগ হাতছাড়া করে মূল্যবান পয়েন্ট বিসর্জন দেয় স্বাগতিক শিবির।

গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জুভেন্টাস। সমান পয়েন্টে তিনে লাৎসিও ও চার নম্বরে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান। টানা আট জয়ে শীর্ষে নাপোলি (২৪)।

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।