ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মিলান ডার্বিতে ইকার্দির হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
মিলান ডার্বিতে ইকার্দির হ্যাটট্রিক ছবি: সংগৃহীত

রোমাঞ্চকর মিলান ডার্বিতে নির্ধারিত সময়ের শেষ মিনিটের গোলে এসি মিলানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান। পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করে পুরো আলোটা নিজের করে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি।

২০১২ সালের মে মাসের দিয়েগো মিলিতোর (ইন্টার) পর প্রথম খেলোয়াড় হিসেবে ‍মিলান ডার্বিতে হ্যাটট্রিক উদযাপন করলেন ২৪ বছর বয়সী ইকার্দি। ম্যাচের শেষদিকে নাটকীয় জয়ে এ মৌসুমে অপরাজেয় ধারা অব্যাহত রাখলো ইন্টার।

বিপরীত চিত্র এসি মিলান শিবিরে। আট ম্যাচের মধ্যে চারটিতেই হেরে গেছে তারা।

সান সিরোতে ২৮ মিনিটের মাথায় ইন্টারকে লিড এনে দেন ইকার্দি। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে এসি মিলানকে সমতায় ফেরান স্প্যানিশ উইঙ্গার সুসো। সাত মিনিট বাদেই ইকার্দির হাত ধরে আবারো এগিয়ে যায় ইন্টার। ৮১ মিনিটে ইন্টার গোলরক্ষক সামির হ্যান্ডানোভিকের আত্মঘাতী গোলের সুবাদে ম্যাচে ফেরে এসি মিলান।

শেষদিকে কর্নার থেকে ডি-বক্সে প্রায় বল পেয়ে গিয়েছিলেন ইন্টারের ইতালিয়ান ফুলব্যাক দানিলো ডি’আম্ব্রোসিও। কিন্তু তাকে ট্যাকল করে উল্টো বিপদ ডেকে আনেন এসি মিলানের সুইস লেফটব্যাক রিকার্ডো রদ্রিগেজ। নব্বই মিনিটের উত্তেজনাকর মুহূর্তে এসে পেনাল্টি পেয়ে যায় ইন্টার। স্পট কিক থেকে বল জালে পাঠিয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান হ্যাটট্রিক হিরো ইকার্দি। বার্সেলোনা আইকন স্বদেশী লিওনেল মেসিকে অনুকরণ করে জার্সি খুলে গ্যালারি দিকে উঁচিয়ে ধরে সবার দৃষ্টি কাড়েন তিনি।  

পাঁচ মিনিটের ইনজুরি সময়ে আর ম্যাচ বাঁচাতে পারেনি এসি মিলান। সঙ্গী হয় লিগ মৌসুমের চতুর্থ পরাজয়। পয়েন্ট টেবিলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাসকে টপকে দ্বিতীয় স্থানে ‍উঠে এসেছে ইন্টার। ৮ ম্যাচ শেষে ৭ জয় ও ১ ড্রয়ে তাদের সংগহ ২২। তিন পয়েন্ট পিছিয়ে যথাক্রমে তিনে লাৎসিও ও চার নম্বরে জুভিরা। চার জয় ও চার হারে মাত্র ১২ পয়েন্ট নিয়ে এসি মিলানের অবস্থান দশম। টানা আট ম্যাচ জিতে শীর্ষে নাপোলি (২৪)।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।