ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

ফুটবল

স্পেনকে উড়িয়ে বিশ্বকাপ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
স্পেনকে উড়িয়ে বিশ্বকাপ ইংল্যান্ডের ছবি:সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও তাদের এক কথায় উড়িয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। কলকাতায় অসাধারণ এক ফাইনালে ৫-২ ব্যবধানে জয়ে প্রথমবারের মতো এ আসরে ট্রফির উৎসব করেছে ইংলিশরা।

অথচ এদিন খেলার মাত্র ৩১ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। তবে ম্যাচে অবিশ্বাস্যভাবে ঘুরেই দাঁড়িয়ে স্প্যানিশদের রীতিমতো উড়িয়ে দেয় ইল্যান্ডের ভবিষ্যত জাতীয় দলোর তারকারা।

 

স্পেনের সার্জিও গোমেজের জোড়া গোলে প্রথমার্ধ শেষ হওয়ার অনেক আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। তবে ৪৪ মিনিটে ইংলিশদের সেরা তারকা রিয়ান ব্রুস্টারের গোলে ম্যাচে ফেরে ইংল্যান্ড। ৫৮ মিনিটে মরগান গিবস-হোয়াইটের গোলে সমতা ফেরে।  

৬৯ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার কাজটা করেন ফিল ফোডেন। ইংল্যান্ড সমতায় ফিরতেই যেন হারিয়ে যায় স্পেন। বিধ্বস্ত স্পেন আরও ভেঙে পড়ে ৮৪ মিনিটে মার্ক গুয়েহির গোলে। ম্যাচ শেষ হওয়ার খানিক আগে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফোডেন। আর ম্যাচে শেষে উৎসবে মাতে দলটি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসেই সবচেয়ে বেশি গোলের ফাইনাল এটি।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।