ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

ফুটবল

জাতীয় দলের স্কোয়াডে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
জাতীয় দলের স্কোয়াডে নেই রোনালদো ছবি:সংগৃহীত

ঘরের মাঠে চলতি মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। তবে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ দুটি ম্যাচে থাকছেন না দলের অধিনায়ক ও সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে এক কথায় বিশ্রামে রেখেছেন কোচ ফার্নান্দো সান্তোস।

ইউরোপ চ্যাম্পিয়নরা আগামী ১০ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হবে। আর চার দিন পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে দলটি।

তবে শুধুমাত্র সিআর সেভেন নয়, ২৪ সদস্যের দলে নেই দুই অভিজ্ঞ ফুটবলার রিকার্দো কারেসমা ও ন্যানি। এ প্রসঙ্গে কোচ সান্তোস বলেন, ‘এই অনুপস্থিতিগুলো বিভিন্ন কারণে। কিছু আমার বিকল্প, অন্যগুলো চোটের কারণে। ম্যাচ ও অনুশীলনের সময় কিছু খেলোয়াড়কে যাচাই-বাছাই করার জন্য আমরা এই সুযোগ নিব। ’

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে সুইজারল্যান্ড ও হাঙ্গেরিকে টপকে 'বি' গ্রুপের শীর্ষে থেকে রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে পর্তুগাল।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।