ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

রোমানের জোড়া গোলে ফাইনালে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
রোমানের জোড়া গোলে ফাইনালে বাংলাদেশ রোমানের জোড়া গোলে ফাইনালে বাংলাদেশ

ঢাকা: রোমান সরকারের জোড়া গোলে সেমি ফাইনালের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারিয়ে এশিয়া কাপ হকির বাছাই পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ মার্চ) ওমানে ম্যাচের ৩৪ মিনিটে সুদুসিংহের গোলে ০-১ এ এগিয়ে যায় শ্রীলঙ্কা। ৪৯ মিনিটে ১-১ এ বাংলাদেশের সমতা আনেন রোমান সরকার।

পরে ৫১ মিনিটে রানাসিংহা ধামিকার লঙ্কানদের ১-২ এ এগিয়ে নিলেও পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে ফের বাংলাদেশের সমতা (২-২) আনেন রোমান সরকার।

এরপর ৫৮ মিনিটে মিলন হোসেনের ফিল্ড গোলে ৩-২ এ জয় নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

ফাইনালর ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ মার্চ।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৮
এইচএল/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।