ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ নিয়ে আর ‘ঘ্যানঘ্যান’ করবেন না নেইমার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
বিশ্বকাপ নিয়ে আর ‘ঘ্যানঘ্যান’ করবেন না নেইমার! নেইমার জুনিয়র- ছবি: সংগৃহীত

সেই যে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিলো ব্রাজিল, তারপর থেকে এই এক বিষয় নিয়ে এতদিন আলোচনা-সমালোচনার তোড়ে ভেসে গেছেন দলের প্রাণভোমরা নেইমার, সঙ্গে পুরো ব্রাজিল দল। তবে এবার স্পষ্ট করেই বলে দিলেন, আর জীবনেও এই বিষয়ে ‘ঘ্যানঘ্যান’ করবেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিল দল আর নেইমার ছিলেন সমালোচকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে সমালোচনার ভাগটা ব্রাজিল দলের কপালে যতটা না জুটেছে তার চেয়ে ঢের বেশি জুটেছে নেইমারের কপালে।

নিজের পারফরম্যান্সের চেয়ে তাকে মাঠের ‘অভিনয়’ নিয়েই বেশি আলোচনায় থাকতে হয়েছে।

ব্রাজিল যদি বিশ্বকাপ জিতে যেত তাহলে হয়তো এসবের কিছুই হতো না। কিন্তু এখন আর সেসব ভেবে লাভ নেই। তাইতো সংবাদ সম্মেলনে খোলাখুলি বলে দিলেন, ‘আমি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সম্ভাব্য সব করার চেষ্টা করেছি। ’

‘আমি আমার সেরাটা দিয়েছি, কিন্তু আমি এই প্রতিযোগিতা নিয়ে এখন হতাশ। ’

‘আমি আমার বাকি জীবনের কখনোই এই নিয়ে আর “ঘ্যানঘ্যান” করব না, যেখানে এখন আমার কাছে দুঃখিত হওয়ার চেয়ে খুশি হওয়ার ঢের কারণ আছে। ’

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে রেড স্টার বেলগ্রেদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আসন্ন ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেইমার। রেড স্টারের বিপক্ষে ম্যাচে নিজের পজিশন নিয়েই কথা বলেন এই সাবেক বার্সা তারকা।

‘আমি ১০ নম্বর পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, কারণ আমি সেখান থেকে খেলা নিয়ন্ত্রণ করতে ও সতীর্থদের সহায়তা করতে পারি। ’

‘আমি এই পজিশনে কোচের পছন্দেই খেলছি। আমি এভাবেই সান্তোস ও বার্সেলোনায় খেলেছি। এই পজিশন থেকে আমি সুযোগ তৈরি এবং শুট করতে পারি, কিন্তু আমি পিএসজিতে কিছুটা ভিন্নভাবে খেলি, যদিও আমি বল ছুঁতে বেশি পছন্দ করি। ’

তার সঙ্গে মেসির তুলনা নিয়ে করা প্রশ্নের উত্তরও দেন নেইমার, ‘আমি লিওনেল মেসির সঙ্গে কোনো তুলনা চাইনা। ’

নিজের ক্লাব সতীর্থ ও বিশ্বকাপজয়ী তরুণ ফরাসী ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নেইমার বলেন, ‘সে বেশ শক্ত এবং আমি তার পাশে থেকে নিজের খেলার উন্নতি করতে পারায় আনন্দিত। ’

‘সে খুবই আক্রমণাত্মক খেলোয়াড় যে জিততে পছন্দ করে এবং যখন সে না জিততে পারে তখন আপনি তার মুখ দেখে তা অনুমান করতে পারবেন তার অনুভূতি কেমন, এটা হয়তো কয়েকদিন স্থায়ী হতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।