ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

দলকে সেমিফাইনালে তুলে নাচলেন ম্যারাডোনা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
দলকে সেমিফাইনালে তুলে নাচলেন ম্যারাডোনা (ভিডিও) দলকে সেমিফাইনালে তুলে নাচলেন ম্যারাডোনা-ছবি: সংগৃহীত

৫৮তম জন্মদিনের কয়েকদিন পরেই দারুণভাবে মেতে উঠলেন দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির উদযাপনের কারণ মেক্সিকোর অ্যাসেনসো এমএক্স টুর্নামেন্টে তার দল দোরাদোসের সেমিফাইনালে জায়গা করে নেওয়া। ম্যাচ শেষে খুশিতে ড্রেসিংরুমে খেলোয়াড়দের মধ্যমণি হয়ে নেচেছেন কোচের দায়িত্বে থাকা এই মহাতারকা।

রোববারের (১৮ নভেম্বর) ম্যাচে প্রতিপক্ষ মিনেরোস দি জাকাতেকাসকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় দোরাদোস। দ্বিতীয় লেগের এই ম্যাচে দলের হয়ে ৬৫ মিনিটে একমাত্র গোলটি করেন ভিনিসিয়ো আনগুলো।

যেখানে প্রথম লেগটি গোলশূন্য ড্র হয়েছিল।

ম্যাচ শেষে নিজের ফুটবলারদের নিয়ে উৎসবে মেতে ওঠেন ম্যারাডোনা। একটি গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় ফুটবল ঈশ্বরকে। যেখানে নিজের কোচিং ক্যারিয়ারের প্রথমবার কোনো দলকে সেমিফাইনালের মঞ্চে নিয়ে গেলেন তিনি।

এর আগে গত ৩০ অক্টোবর নিজের ৫৮তম জন্মদিন উদযাপন করেন ম্যারাডোনা।

দলের জয়ের পর ম্যারাডোনার উদযাপন:-

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।