ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

এপবাপ্পের হাতেই উঠল সেরা উদীয়মানের ট্রফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
এপবাপ্পের হাতেই উঠল সেরা উদীয়মানের ট্রফি কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপেই জানিয়ে দিয়েছিলেন এ বছরের সেরা উদীয়মান ফুটবলার তিনিই হতে যাচ্ছেন। আর তার সেই ঘোষণাই যেনো এলো ২০১৮ সালের ব্যালন ডি’অর মঞ্চ থেকে। বছরের সেরা তরুন ফুটবলারের পুরস্কার উঠল ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পের হাতে।

প্রথমবারের মতো তরুন ফুটবলারদের জন্য এক পুরস্কার চালু করেছে ব্যালন ডি’অর মঞ্চ। আর প্রথমবারেই সেই পুরস্কার পেলেন ফ্রান্স তরুন তারকা এমবাপ্পে।

রাশিয়া বিশ্বকাপে চার গোল করে দলকে ফাইনালের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এমবাপ্পে। তার পুরস্কারই যেন পেলেন এই ফরাসি।

অবশ্য ‘কোপা ট্রফি’ নামে এই পুরস্কারটি শুরু করেছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ।   

চলতি বছরটি দারুন শুরু করেন এমবাপ্পে। বিশেষ করে রাশিয়া বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে বিশ্বফুটবল নাড়িয়ে দেন পারফরম্যান্স দিয়ে। এই পুরস্কারের জন্য চূড়ান্ত তালিকার ফুটবলারদের মধ্যে এমবাপ্পেই একমাত্র ২১ বছরের কম বয়সী খেলোয়ার। আর তার হাতেই উঠলো সেতি।

তার সঙ্গে তালিকায় আরও ছিলেন রোডিগো (সানতোস), কুটরন (মিলান), ডোনারুম্মা (মিলান), রিটসু ডোনের (গ্রনিগেন) মতো ফুটবলাররা।

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।