ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সর্বোচ্চ বেতনভোগী ২০ ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
সর্বোচ্চ বেতনভোগী ২০ ফুটবলার সর্বোচ্চ বেতনভোগীদের তালিকার শীর্ষে আছেন মেসি-ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ২০ জন ফুটবল তারকার নাম প্রকাশ করেছে ফরাসি সংবাদ মাধ্যম ‘ফ্রেঞ্চ ফুটবল’। এসব তারকার বার্ষিক বেতন, বোনাস ও ক্লাবের বিভিন্ন বিজ্ঞাপন থেকে আয়ের হিস্যা নিয়ে এই তালিকা সাজানো হয়েছে।

তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রকে ছাড়িয়ে শীর্ষে স্থান করে নিয়েছেন লিওনেল মেসি। তালিকায় থাকা ২০ জনের মধ্যে ৪ জন এশিয়ায় খেলেন, ৩ জন রিয়াল মাদ্রিদে এবং ৪ জন বার্সেলোনার।

অবাক করা বিষয় হচ্ছে তালিকায় স্থান পাওয়া তিন ফুটবলার চলতি মৌসুমে ক্লাবের সেরা একাদশের বদলে বেঞ্চে গরম করেই কাটাচ্ছেন। তারা হলেন-ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যালেক্সিজ সানচেজ, আর্সেনালের মেসুত ওজিল আর বার্সার ফিলিপ্পে কৌতিনহো।

সর্বোচ্চ আয় করা ২০ ফুটবলার (শেষ থেকে):

২০. সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ): ২৩ মিলিয়ন ইউরো
১৯. পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড): ২৩.৩ মিলিয়ন ইউরো
১৮. হাল্ক (সাংহাই এসআইপিজি): ২৩.৪ মিলিয়ন ইউরো
১৭. কেভিন দে ব্রুইনি (ম্যানচেস্টার সিটি): ২৩.৫ মিলিয়ন ইউরো
১৬. সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি): ২৪.৩ মিলিয়ন ইউরো
১৫. অস্কার (সাংহাই এসআইপিজি): ২৪.৩ মিলিয়ন ইউরো
১৪. কিলিয়ান এমবাপ্পে (পিএসজি): ২৫ মিলিয়ন ইউরো
১৩. মেসুত ওজিল (আর্সেনাল): ২৫.৮ মিলিয়ন ইউরো
১২. টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ): ২৬.৩ মিলিয়ন ইউরো
১১. জেরার্ড পিকে (বার্সেলোনা): ২৭ মিলিয়ন ইউরো
১০. লুইস সুয়ারেজ (বার্সেলোনা): ২৮ মিলিয়ন ইউরো
০৯. ইজেকুইল লাভেজ্জি (হার্বেই ফর্চুন): ২৮.৩ মিলিয়ন ইউরো
০৮. ফিলিপ্পে কৌতিনহো (বার্সেলোনা): ৩০ মিলিয়ন ইউরো
০৭. অ্যালেক্সিজ সানচেজ (ম্যানচেস্টার ইউনাইটেড): ৩০.৭ মিলিয়ন ইউরো
০৬. আন্দ্রস ইনিয়েস্তা (ভিসেল কোবে): ৩৩ মিলিয়ন ইউরো
০৫. গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ): ৪০.২ মিলিয়ন ইউরো
০৪. আঁতোয়া গ্রিজমান (অ্যাতলেটিকো মাদ্রিদ): ৪৪ মিলিয়ন ইউরো
০৩. নেইমার (পিএসজি): ৯১.৫ মিলিয়ন ইউরো
০২. ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস): ১১৩ মিলিয়ন ইউরো
০১. লিওনেল মেসি (বার্সেলোনা): ১৩০ মিলিয়ন ইউরো

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।