ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রামোসের চোট, তিন সপ্তাহ মাঠের বাইরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
রামোসের চোট, তিন সপ্তাহ মাঠের বাইরে রামোস। ছবি: সংগৃহীত

টানা তিন মৌসুম চ্যাম্পিয়নস লিগে আদিপত্য দেখিয়ে চলতি মৌসুমে এরই মধ্যে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। একই ফলাফল কোপা দেল রে, লা লিগায়তেও। দলের এমন ভঙ্গুর অবস্থায় হাল ধরেন জিনেদিন জিদান। তবে মৌসুমের শেষের দিকে এসে রিয়ালের জন্য এলো আরও এক দুঃসংবাদ।

চোটে পড়েছেন অধিনায়ক সার্জিও রামোস। ৩৩ বছর বয়সী রামোস বাঁ পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন।

এই চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। রামোসের চোটের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

গ্রেড ওয়ান ক্যাটাগরির চোট পেয়েছেন ডিফেন্ডার রামোস। অর্থাৎ লা লিগার পরের তিন ম্যাচ লেগানেস, অ্যাথলেটিক বিলবাও ও গেটাফের বিপক্ষে মাঠে দেখা যাবে না রামোসকে।

রিয়ালের হয়ে চলতি মৌসুমে ৩৯ ম্যাচ খেলে ১০ গোল করেন রিয়াল অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।