ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলকে হারানো সবসময়ই আনন্দের: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
ব্রাজিলকে হারানো সবসময়ই আনন্দের: মেসি .

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের তুমুল উত্তেজনা এখন অনেকটাই স্তিমিত। তবে ৩ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে লিওনেল মেসির ফেরার রাতে সেই উত্তেজনা যেন সেই পুরনো রূপে ফিরেছিল। আর তাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মেসি নিজেই। 

মেসির একমাত্র গোলেই ২০১৭ সালের পর সেলেসাওদের হারানোর স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। এর আগে সর্বশেষ কোপা আমেরিকায় এই ব্রাজিলের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল আলবিসেলেস্তেদের।

ওই আসরে রেফারি আর লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সমালোচনা করায় পরে নিষিদ্ধও হতে হয়েছিল মেসিকে।  

নিষিদ্ধ হওয়ার সেই যন্ত্রণার প্রতিশোধ নেওয়ার সুযোগটা কাজে লাগাতে পেরে ম্যাচ শেষে সেই উত্তেজনার রেশই যেন ধরা দিল মেসির কণ্ঠে। জাতীয় দলের জার্সিতে ফিরেই দলকে জয় পাইয়ে দিয়ে কতটা খুশি তা বোঝা গেল তার উচ্ছ্বাস প্রকাশের ধরন দেখে।

ব্রাজিলের সঙ্গে দ্বৈরথ দারুণ উপভোগ করেছেন মেসি। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ শেষে ‘ওলে’কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘(ব্রাজিল-আর্জেন্টিনার) দ্বৈরথ আগের চেয়ে অনেক বেশি উপভোগ্য হয়ে উঠেছে। আর ব্রাজিলকে হারানো সবসময়ই আনন্দের। ’

ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোর পর আগামী ১৯ নভেম্বর ইসরায়েলের ব্লুমফিল্ড স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার কথা আর্জেন্টিনার। বাংলাদেশ সময় রাত সোয়া ১টায় শুরু হতে পারে আলোচিত-সমালোচিত এই ম্যাচটি। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘর্ষের কারণে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও মেসি জানালেন, পরের ম্যাচ খেলতে তিনি প্রস্তুত। ব্রাজিল ম্যাচের পর তিনি জানান, ‘যদি টিম ম্যানেজমেন্ট আর দলের কোচ চান, আমি উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি খেলতে নামবো। ’

আগামী বছরের মার্চ থেকে কাতার বিশ্বকাপে সুযোগ পাওয়ার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। তার আগে দলের এমন পারফরম্যান্সে খুশি মেসি, ‘বাছাইপর্বের আগে সময় তেমন নেই। দলের অবস্থা বেশ ভালো। বিশেষ করে রক্ষণে আমরা দারুণ উন্নতি করেছি। ’

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।