ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লেস্টারের মাঠে হাঁফ ছেড়ে বাঁচলো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
লেস্টারের মাঠে হাঁফ ছেড়ে বাঁচলো চেলসি গোলের পর বল নিয়ে ছুটছেন রুদিগার: ছবি-সংগৃহীত

রক্ষণ সামাল দেওয়ার দায়িত্ব আন্তনিও রুদিগারের। কিন্তু লেস্টার সিটির মাঠে জার্মান ডিফেন্ডার হয়ে গেলেন পুরোদস্তুর ফরোয়ার্ড। রুদিগার জোড়া গোল না করলে কিং পাওয়ার স্টেডিয়াম থেকে হার নিয়ে মাঠ ছাড়তে হতো চেলসিকে। শেষ পযর্ন্ত ২৬ বছর বয়সী জার্মানের কল্যাণে লেস্টারের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে ব্লুজরা। 

ম্যাচের শুরু থেকে দু’দলই লড়াই করেছে সমানতালে। ম্যাচের শেষেও দু’দলের বল পজিসন ফিফটি-ফিফটি।

প্রথমার্ধটা গোলশূন্য ব্যবধানে শেষ হলেও দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই চেলসিকে এগিয়ে দেন রুদিগার। ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্টের আকাশে ভাসানো বলে হেড দিয়ে লেস্টার গোলরক্ষক কেসপার স্মেইকেলকে পরাস্ত করেন জার্মান ডিফেন্ডার।

কিন্তু ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৫৪ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার ইয়োরি থিয়েলেমেন্সের পাস থেকে লেস্টারকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার হার্ভে বার্নেস। এর ১০ মিনিট পর আবারও ঘরের সমর্থকদের উল্লাসে ভাসায় ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। লেস্টারকে এগিয়ে দেন ব্রিটিশ ডিফেন্ডার বেন চিলওয়েল। এবারও বলটির যোগানদাতা থিয়েলেমেন্স।  

পিছিয়ে পড়ে গোলশোধে মরিয়া হয়ে ওঠে চেলসি। ৭১ মিনিটে আবারও মাউন্টের বাতাসে ভাসিয়ে দেওয়া পাস থেকে হেডে ব্লুজদের সমতায় ফেরান রুদিগার। ম্যাচের বাকি সময়টা আক্রমণ-প্রতি আমণের ওঠলেও গোলের দেখা পায়নি কেউ।  

এই ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে পয়েন্ট তালিকার আগের অবস্থান ধরে রেখেছে চেলসি। ২৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।