ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

মুক্তিযোদ্ধাকে হারিয়ে ঘুরে দাঁড়ালো শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৮, ফেব্রুয়ারি ১৯, ২০২০
মুক্তিযোদ্ধাকে হারিয়ে ঘুরে দাঁড়ালো শেখ জামাল .

প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু করা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ২-১ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খেলার ৪৪তম মিনিটে এগিয়ে যায় শেখ জামা। জাহিদ হাসানের ক্রসে শুরুতে ওমর জবি শট নিলেও ঠেকিয়ে দেন মুক্তযোদ্ধার গোলরক্ষক।

তবে ফিরতি শটে ঠিকই জাল খুঁজে নেন এই গাম্বিয়ান ফরোয়ার্ড।

গোল হজমের মাত্র ৪ মিনিট পরেই সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। সোহেল রানার থ্রু পাস ধরে দারুণ শটে বল জালে জড়িয়ে দেন ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিল। ৭৭তম মিনিটে হেড থেকে ব্যবধান বাড়িয়ে দেওয়া গোলটি করেন শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।