ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

ইংলিশ লিগ কাপের শিরোপা জিতল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, মার্চ ২, ২০২০
ইংলিশ লিগ কাপের শিরোপা জিতল ম্যানসিটি

ইংলিশ লিগ কাপে স্বস্তির জয়ে শিরোপা ধরে রাখল ম্যানচেস্টার সিটি। ফাইনালের মঞ্চে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারায় পেপ গার্দিওলার শিষ্যরা।

রোববার ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে ২০তম মিনিটে এগিয়ে যায় সিটি। ফিল ফোডেনের হেড করা বল নিখুঁত শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো।

পরে ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। হেডে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

প্রথমার্ধের শেষ দিকে অবশ্য ব্যবধান কমায় অ্যাস্টন ভিলা। এমবাওয়ানা সামাটা হেডে গোলটি করেন। তবে বিরতির পর আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জিতেই উৎসব করে সিটি।

সপ্তমবারের মতো লিগ কাপের শিরোপা ঘরে তুলল সিটি। সর্বোচ্চ ৮টি শিরোপা জিতে শীর্ষ রয়েছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।