গতবারের দাপট এবারও অব্যাহত রাখে লিভারপুল। প্রিমিয়ার লিগে ভুলতে বসে হার কাকে বলে।
শুরুটা হয় চ্যাম্পিয়নস লিগ দিয়ে। শেষ ষোলোর প্রথম অ্যাওয়ে লেগে অ্যাতলেটিকোর মাঠে ১-০ গোলে হেরে আসরটির কোয়ার্টার ফাইনালে যাওয়া কিছুটা কঠিন করে তোলে। এরপরতো লজ্জাই পেল। প্রিমিয়ার লিগে টানা ৪৪ ম্যাচ অপরাজিত থাকার পর পুঁচকে দল ওয়াটফোর্ডের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়। আর সর্বশেষ আরেকটি টুর্নামেন্ট এফএ কাপের পঞ্চম রাউন্ডে চেলসির কাছে ২-০ গোলে হেরে বিদায়।
এফএ কাপকে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া ক্লপ ম্যাচটাকে কিছুটা সহজভাবেই নিয়েছিলেন হয়তো। তাইতো মূল একাদশে মোহামেদ সালাহ, রবার্তো ফিরমিনো মতো নিয়মিত খেলোয়াড়দের নামাননি। বিশ্রামে ছিলেন আলিসন বেকার, জিওর্জিনো ভাইনালডাম। চোটে খেলতে পারেননি জর্ডান হেন্ডারসন। আর এতেই সুযোগ কাজে লাগায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের ব্লুজরা।
স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ১৩ মিনিটে উইলিয়ানের গোলে লিড নেয় চেলসি। পরে দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে রস ব্র্যাকলি গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করে দেন। আর এ জয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল চেলসি।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএমএস