ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মে’র আগে ফিরবে না ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
মে’র আগে ফিরবে না ইংলিশ প্রিমিয়ার লিগ সালাহ-মানে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় ইংলিশ প্রিমিয়ার লিগ-সহ সব স্তরের ইংলিশ ফুটবল স্থগিত থাকবে ৩০ এপ্রিল পযর্ন্ত। অর্থাৎ মে মাসের আগে আর মাঠে দেখা যাবে না মোহামেদ সালাহ-সাদিও মানে-মেসুত ওজিল-রহীম স্টার্লিংদের মতো তারকাদের। 

প্রিমিয়ার লিগ, ইএফএল, নারী সুপার লিগ এবং নারী চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ স্থগিত থাকবে নতুন নির্দেশনা না আসা পযর্ন্ত। কেবল ইংল্যান্ডে নয়, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডেও একই নিয়ম থাকছে।

 

ফুটবল অ্যাসোসিয়েশন রাজি হয়েছে চলতি মৌসুম ‘অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানোর। ’ ২০১৯-২০ মৌসুম শেষ হওয়ার মুল সময় ছিল ০১ জুন।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।