আর মেসিদের এমন উদারতার প্রশংসা করেছেন বার্সার সাবেক তারকা ফুটবলাররা। যাদের মধ্যে রয়েছে কার্লোস পুয়োল, জার্ভি হার্নান্দেজ ও স্যামুয়েল ইতোর মতো কিংবদন্তিরা।
টুইটারে পুয়োল লিখেন, আমি গর্বিত, তোমরা মহান। জাভি লিখেন, তোমরা সবাই গ্রেট! শুভেচ্ছা! এমন উদাহরণ সবসময় রাখো। ইতো লিখেন, কি দুর্দান্ত, লিও। পুরো দলটাই অসাধারণ।
এর আগে ক্লাবের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন নিশ্চিত করতেই ক্লাবের প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছেন বার্সা দলনেতা মেসি।
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পুরো স্পেন এখন লকডাউন করা হয়েছে। ফলে আয় বন্ধ হয়ে গেছে সব ক্লাবের। এ অবস্থায় বিপুল পরিমাণ অর্থ গচ্চা দিতে হচ্ছে বার্সাকে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, এভাবে চলতে থাকলে চলতি মৌসুমে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর আর্থিক লোকসান হবে কাতালান জায়ান্টদের।
ক্লাবের সিদ্ধান্ত মেনে নেওয়ার বিষয়ে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, 'রাষ্ট্রীয় জরুরি অবস্থার মধ্যে বার্সার মূল দলের বেতন সংক্রান্ত অনেক আলোচনাই হয়েছে। অন্য কিছু ঘটার আগে আমরা এটা নিশ্চিত করতে চাই যে, আমরা শুরু থেকেই বেতন কাটার ব্যাপারে সম্মত ছিলাম। কারণ আমরা জানি যে এটা একটা ভিন্ন পরিস্থিতি এবং ক্লাবের এই জরুরি মুহূর্তে আমরাই শুরুতে এগিয়ে এসেছি। '
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এমএমএস