ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কঠিন এই সময়ে ঐক্যবদ্ধ থাকতে বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
কঠিন এই সময়ে ঐক্যবদ্ধ থাকতে বললেন রোনালদো রোনালদোর টুইটার পেজ থেকে নেয়া ছবি

মহামারি করোনা ভাইরাসের কারণে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বিশ্বে। প্রতিদিনই মৃত্যুপুরির তালিকা ভারি হচ্ছে। আর এমন অবস্থায় কোভিড-১৯ দমনে ঐকবদ্ধ থেকে সবাইকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে এমনটি জানান জুভেন্টাসের এই তারকা ফরোয়ার্ড।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ১ লাখ মৃত্যু ছাড়িয়েছে।  আর আক্রান্ত হয়েছে ১৭ লাখের বেশি মানুষ।

বিপদের এমন মুহূর্তে রোনালদো আগেই অর্থ সহায়তা দিয়েছেন। এছাড়া সচেতনতা বাড়াতে নিয়মিতই কাজ করে যাচ্ছেন।

টুইটারে পাশাপাশি দুটি ছবি পোস্ট করেন রোনালদো। একটি ছবিতে দেখা যায়, তিনি জন্মভূমি পর্তুগালের পতাকা রঙে একটি মাস্ক পরে আছেন। আর অন্যটিতে তিনি ইতালির মাস্ক ব্যবহার করেছেন। ইতালির জায়ান্ট দল জুভেন্টাসেই খেলেন সিআর সেভেন।

আর ক্যাপশনে রোনালদো লিখেছেন, বিশ্বের এই কঠিন সময়ে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থেকে একে অন্যকে সমর্থন দিয়ে যাওয়া। চলো দেখি আমরা কি সাহায্য করতে পারি। –শেষে তিনি দুটি হ্যাশ ট্যাগ দিয়ে মাস্ক পরতে ও হাল না ছাড়তে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।