ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দলীয় অনুশীলন শুরু করেছে লা লিগার ক্লাবগুলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ১৮, ২০২০
দলীয় অনুশীলন শুরু করেছে লা লিগার ক্লাবগুলো অনুশীলনে মেসি। ছবি: সংগৃহীত

দুই মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে জার্মান বুন্দেসলিগার চলতি মৌসুম। মধ্য জুনে শুরু হতে পারে লা লিগাও। সম্ভাব্য সেই সময়কে সামনে রেখে দলীয় অনুশীলন শুরু করেছে স্পেনের শীর্ষ লিগের ক্লাবগুলো। 

এর আগে ক্লাবের খেলোয়াড়েরা পৃথকভাবে অনুশীলন শুরু করেছিল। তার জন্য করোনা ভাইরাস পরীক্ষায় পাশ করতে হয়েছে তাদের।

সেই পরীক্ষায় স্পেনের শীর্ষ দুই বিভাগের পাঁচজন খেলোয়াড়ের কোভিড-১৯ পজিটিভ আসে। তার মধ্যে দু’জন লা লিগা খেলোয়াড়।

সোমবার (১৮ মে) থেকে প্রথম পর্যায়ে ১০ জন করে দলীয় অনুশীলন শুরু করছে ক্লাবগুলো। দর্শকহীন বা ‘ক্লোজড ডোর’ স্টেডিয়ামে সম্ভাব্য হিসেবে ১২ জুন থেকে লা লিগা ফের শুরুর সূচি অনুসারে দ্বিতীয় পর্যায়ে পূর্ণ উদ্যমে অনুশীলন শুরু হতে পারে।  

দলীয় অনুশীলনের জন্য শুরুতে আটজন করে কথা থাকলেও পরে আরও দু’জন বাড়ানো হয়।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ১৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।