রোববার (০৫ জুলাই) বিলবাওয়ের মাঠ সান মামেস ব্যারিয়াতে আতিথেয়তা নিতে যায় রিয়াল। তবে প্রথমার্ধ অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি সফরকারীরা।
এনিয়ে জাতীয় দল স্পেন ও রিয়ালের হয়ে টানা ২২টি পেনাল্টি থেকে গোল করলেন রামোস। আর করোনার কারণে বন্ধ থাকার পর লিগ শুরু হলে ৭ ম্যাচে ৫ গোল করেন তিনি। এছাড়া লা লিগায় ১৯৯৩–৯৪ মৌসুমের পর প্রথম সেন্টারব্যাক হিসেবে ন্যূনতম ১০ গোলের দেখা পেলেন রামোস। এর আগে তা করেছিলেন রিয়ালেরই সাবেক অধিনায়ক ফার্নান্দো হিয়েরো।
লিগে ৩৪ ম্যাচে ২৩ জয়, ৮ ড্র ও ৩ হারে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করল গ্যালাকটিকোরা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এমএমএস