এবার তার ব্রাইটনকে তাদেরই মাঠে রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে বিধ্বস্ত করেছে ৫-০ গোলে। এর আগের ম্যাচেও সমান ব্যবধানে নিউক্যাসলকে হারিয়েছিল পেপ গার্দিওলার দল।
ম্যাচের ২১তম মিনিটে স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণে করেন গ্যাব্রিয়েল জেসুস। ৫৩তম মিনিটে আবারও স্পটলাইটের আলো কেড়ে নেন স্টার্লিং। এর তিন মিনিট পরেই সিটির গোল উৎসবে সামিল হন বার্নার্দো সিলভা। ৮১তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন স্টার্লিং। এই নিয়ে চলতি মৌসুমে সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলে ২৭ গোল করলেন ইংলিশ ফরোয়ার্ড।
এই জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে সিটি। সমান ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপা নিশ্চিত করা লিভারপুল।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ইউবি